• আপাতত ‘কিং’-এর শুটিং স্থগিত! আচমকা পোল্যান্ড থেকে দেশে ফিরছেন শাহরুখ, কেন?
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • শারীরিক প্রতিবন্ধকতা, বাধা-বিপত্তি পেরিয়ে ‘কিং’ সিনেমার শুটিং শুরু করেছিলেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটির শুটিং শুরু হয়েছিল পোল্যান্ডে। খবর, আচমকাই শুটিং বন্ধ করে দেশে ফিরছেন শাহরুখ। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে কি আবার দেহের কোথাও চোট পেলেন কিং খান?

    টিনসেল টাউনে খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরষ্কার গ্রহণ করতেই শুটিং ফেলে তড়িঘড়ি দেশে ফিরছেন বাদশা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবির জন্য প্রথম বার জাতীয় পুরষ্কারে পুরষ্কৃত হয়েছেন তিনি। তিন দশকের কর্মজীবনে প্রথম বার এমন স্বীকৃতি। তা নিয়ে শাহরুখের আবেগ থাকা স্বাভাবিক। একই ভাবে অভিনেতার জাতীয় পুরষ্কার নেওয়ার মুহূর্তের ছবি কিংবা ভিডিয়ো দেখার জন্য মুখিয়ে গোটা বিশ্ব। তাই রাষ্ট্রপতির থেকে সেই পুরষ্কার গ্রহণ করার সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি। আগামী ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রদানের অনুষ্ঠান হওয়ার কথা। সেই অনুষ্ঠানে যোগ দিতেই মাঝপথে ফিরে আসতে হচ্ছে শাহরুখকে।

    ‘কিং’ ছবিটি নিয়েও দর্শক, অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। কন্যা সুহানা খানের সঙ্গে প্রথম বার এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। বাবা-মেয়ের অনস্ক্রিন রসায়ন দেখার জন্য অধীর আগ্রহ রয়েছে। আবার, ছবিতে শাহরুখের লুক নিয়েও মানুষের কৌতূহল কম তুঙ্গে। কিছুদিন আগে নেটমাধ্যমে ‘কিং’-এর জন্য বাদশার ‘সল্ট অ্যান্ড পেপার’ লুক ফাঁস হতেই দর্শক, অনুরাগীদের মধ্যে উন্মাদনা আরও বেড়েছে। ষাটোর্ধ্ব শাহরুখের এমন আগুন ঝরানো লুক দেখে রীতিমতো ঝড় বইছে সমাজমাধ্যমে।

  • Link to this news (এই সময়)