• বিষ খাইয়ে খুন? আরজি করের মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু, অভিযুক্ত মালদা হাসপাতালের চিকিৎসক
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সবে এক বছর পেরিয়েছে। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার এখনও তদন্ত শেষ হয়নি। ফের আরজি করের আরও এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ঘনিয়েছে রহস্য। ঘটনায় অভিযুক্ত মালদা মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসক। তদন্ত শুরু করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ।

    মৃত ছাত্রী আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস-এর ছাত্রী। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। জানা গিয়েছে, সমাজমাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মালদা মেডিক্যালের এক পড়ুয়ার। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় বলেও দাবি করা হয়েছে।

    প্রেমিকের সঙ্গে দেখা করতে তরুণী গত সোমবার মালদায় গিয়েছিলেন। দু’জনে মালদা শহরের একটি হোটেলে ছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন আরজি করের ওই ডাক্তারি পড়ুয়া। এর পরে তাঁকে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শুক্রবারগভীর রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর।

    মৃত চিকিৎসকের মা বলেন, ‘দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার মালদায় এসেছিল। আমার মেয়েকে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। ওই ছেলেটার শাস্তি হোক, এটাই আমি চাই।’ মৃতের পরিবার সূত্রে খবর, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অনিন্দিতা। উজ্জ্বলকে রেজিস্ট্রি বিয়ে করতে বলেছিলেন অনিন্দিতা। এই নিয়ে তাঁদের মধ্যে বিবাদ চলছিল। অনিন্দিতার উপর বিভিন্নরকম ভাবে মানসিক অত্যাচার করা হতো বলেও অভিযোগ পরিবারের।

    পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসকের কোনও খোঁজখবর মেলেনি। মালদা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ প্রসেনজিৎ বর বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে জানাতে পারব।

  • Link to this news (এই সময়)