• একটি হীরা বিক্রি করে গোটা বিশ্বকে দু’দিন খাওয়ানো যাবে! ভারতেই ছিল একসময় এই বহুমূল্য রত্ন...
    আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রাচীনকাল থেকেই ভারতকে সোনা ও রুপোর দেশ বলা হয়। বিভিন্ন সময় দেশের মাটি থেকে বেশ কিছু হীরা উদ্ধার হয়েছে। যা পরে কারও হাতবদল হতে হতে হারিয়ে গিয়েছে। আমরা যখন জাদুঘরে যাই এবং সোনা ও হীরা দিয়ে সজ্জিত ভারতীয় রাজাদের পোশাক দেখি, তখন মনে পড়ে আমাদের সমৃদ্ধ ইতিহাসের প্রতিচ্ছবি। যা মূলত মোঘল এবং ব্রিটিশরা লুট করে নষ্ট করে ফেলেছে। আমাদের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির প্রমাণ করে যে ভারত দরিদ্র ছিল না বরং মূল্যবান ধাতু এবং পাথরে পরিপূর্ণ ছিল। আসুন ভারতীয় ইতিহাসের সেই মূল্যবান হীরাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক যার সম্পর্কে বর্তমানে প্রায় কিছুই জানা যায় না।

    কোহিনূর

    ভারতের সবচেয়ে আলোচিত হীরা কোহিনূর। এই মূল্যবান পাথরটি এখনও বিশ্বজুড়ে শিরোনামে জায়গা করে নেয়। এটি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার গোলকুন্ডা খনি থেকে খনন করা হয়েছিল। মূলত, হীরাটি ৭৯৩ ক্যারেটের ছিল। কিন্তু ১৮৫২ সালে ব্রিটেনে এটি কেটে আকারে ছোট করা হয়েছিল। কোহিনূরকে ব্রিটিশ রাণীর মুকুটে স্থাপন করা হয়েছে। বলা হয় যে এই হীরা বিক্রি করলে সেই টাকা দিয়ে গোটা বিশ্বকে আড়াই দিন খাওয়ানো যাবে।

    আহমেদাবাদ হীরা

    এই মূল্যবান পাথরটিও দীর্ঘদিন ধরে নিখোঁজ এবং পৃথিবী থেকে লুকানো ছিল। এটি ১৭ শতকে পাওয়া গিয়েছিল। সেই সময় এর ওজন ছিল ১৫৭ ক্যারেট। কয়েক বছর পর, এটি কেটে ৯৫ ক্যারেটে নামিয়ে আনা হয়। এই হীরাটি প্রথমে অউধের বেগম হযরত মহলের মালিকানাধীন ছিল। তিনি এটি ব্রিটিশদের কাছে খুইয়ে ফেলেন।

    গ্রেট মোঘল হীরাটি কোন স্থানে পাওয়া গিয়েছিল

    ১৬৫০ সালে কোহিনূরের মতোই গোলকুন্ডা থেকে মোঘল হীরাটি উত্তোলন করা হয়েছিল। সেই সময় এর ওজন ছিল ৭৮৭ ক্যারেট, যা কোহিনুরের চেয়ে ছয় গুণ ভারী। এটি নাদির শাহের সম্পদের একটি উল্লেখযোগ্য অংশ ছিল কিন্তু এখন এটি হারিয়ে গিয়েছে এবং কেউ জানেন না হীরাটি এখন কোথায়।

    নেপোলিয়নের হাতে কীভাবে রিজেন্ট হীরাটি গেল?

    ১৭০২ সালের দিকে গোলকুন্ডা খনি থেকে রিজেন্ট হীরাটি উত্তোলন করা হয়েছিল। ৪১০ ক্যারেটের এই হীরাটি তৎকালীন মাদ্রাজের ব্রিটিশ গভর্নর উইলিয়াম পিটের হাতে চলে যায় এবং ফরাসি বিপ্লবের পর নেপোলিয়নের কাছে পৌঁছয়। প্যারিসে অবস্থিত লুভর জাদুঘরে নিরাপদে রক্ষিত রয়েছে হীরাটি।

    ভারতের ব্রিওলেট হীরা নিয়ে বিতর্ক কেন

    এটা বিশ্বাস করা হয় যে ১৫২৬ সালে পানিপথের যুদ্ধে গোয়ালিয়রের রাজা বিক্রমজিৎকে পরাজিত করে বাবর ব্রিওলেট অফ ইন্ডিয়া জিতেছিলেন। ১৮৪৪ সাল পর্যন্ত হীরাটি ব্রান্সউইকের ডিউক চার্লসের কাছে দেখা যেত। এরপর ১৯৯০ সালে লন্ডনে ক্রিস্টির নিলাম হাউসের নিলামে এটি শেষ বার দেখা গিয়েছিল। তারপরেই এটি নিখোঁজ হয়ে যায়।
  • Link to this news (আজকাল)