এটি ভারতের অন্যতম বড় রেল স্টেশন, সূচনার দিন দেশজুড়ে ছুটি ছিল, সম্মান জানানো হয়েছিল ২১ তোপধ্বনিতে...
আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রথম রেল স্টেশনটি মুম্বইয়ের (তৎকালীন বম্বে) পূর্ব উপকূলে অবস্থিত ছিল। এই স্টেশনটি ভারতীয় রেলওয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল এই স্টেশন থেকেই ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন মুম্বই থেকে থানে পর্যন্ত যাত্রা শুরু করেছিল।
ভারতের প্রথম রেলওয়ে স্টেশনভারতের প্রথম রেলওয়ে স্টেশন ছিল বোরি বন্দর। এটা তৈরি করেছিল গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে দ্বারা নির্মিত হয়েছিল। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা ছিল ব্রিটিশ ঔপনিবেশিক আমলে রেলপথ সম্প্রসারণের প্রধান সংস্থা। বোরি বন্দর নামটি মারাঠি শব্দ থেকে এসেছে। বোরি অর্থ বস্তা, এবং বন্দর অর্থ বন্দর। এই এলাকা ছিল মূলত একটি গুদাম অঞ্চল। এগুলিতে আমদানি-রপ্তানি পণ্য, বিশেষ করে বস্তায় বস্তাবন্দী (যেমন তুলা বা শস্য) সংরক্ষণ করা হত।
স্টেশনটি ছিল অস্থায়ী কাঠামো১৮৫০-এর দশকে, গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে এই এলাকায় তার টার্মিনাস স্টেশন তৈরি করেছিল। সেইন সময়ে স্টেশন বলতে ছিল একটি অস্থায়ী কাঠামো, যার প্রায় ৩০০ ফুট লম্বা একটি প্ল্যাটফর্ম ছিল। প্ল্যাটফর্মটি ম্যাট দিয়ে ঢাকা ছিল। স্টেশনটি মূলত রেলওয়ের প্রশাসনিক অফিস এবং যাত্রী পরিষেবার জন্য নির্মিত হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে ২১ তোপধ্বনিস্টেশনটি উদ্বোধনের আগে, ১৮৫২ সালের ১৮ নভেম্বর এই স্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেন চযলেছিল। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল স্টেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। বম্বেতে ওই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। ২১ তোপধ্বনির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ ছিল। বম্বের গভর্নরের স্ত্রী লেডি ফকল্যান্ড ট্রেনটির যাত্রা শুরু করেন।
১৪ কোচ বিশিষ্ট প্রথম যাত্রীবাহী ট্রেনভারতে চলাচলকারী প্রথম যাত্রীবাহী ট্রেনটি ছিল ১৪ কোচ বিশিষ্ট। ট্রেনটি ৪০০ জন যাত্রী বহন করত। সেটি কেবল ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনই নয়, এশিয়ার প্রথম বাণিজ্যিক রেল পরিষেবাও ছিল। ট্রেনটি ব্রিটিশ ঔপনিবেশিক অর্থনীতিকে চাঙ্গা করে, বাণিজ্য ও পরিবহণে বিপ্লব এনেছিল।
ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস১৮৮৮ সালে, বোরি বন্দর স্টেশন ভেঙে একটি বিশাল নয়া ভবন তৈরি করা হয়, যা ভিক্টোরিয়া টার্মিনাস (ভিটি) নামে পরিচিত। ১৯৯৬ সালে, এর নাম পরিবর্তন করে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) রাখা হয়। আজ এই স্টেশনই মুম্বইয়ের প্রধান রেল স্টেশন। এখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী আসা-যাওয়া করেন। ২০০৪ সালে, ইউনেস্কো ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে।
বোরি বন্দর থেকে শুরু হওয়া এই যাত্রা ভারতীয় রেলের সম্প্রসারণের ভিত্তি হয়ে ওঠে। আজ, ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে চতুর্থ। ভারতীয় রেলের ১,১৫,০০০ কিলোমিটারেরও বেশি রেলপথ রয়েছে। স্টেশন রয়েছে ৭,০০০ এরও বেশি।