আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদহে, খুন না কি আত্মহত্যা? প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ পরিবারের...
আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। মৃতার প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। অভিযুক্ত মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে এমবিবিএস-এর ছাত্র। মৃতার পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত উজ্জ্বল সরেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, মৃত এমবিবিএস-এর ছাত্রী অনিন্দিতা সরেন আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে এমবিবিএস পড়ছিলেন। মৃতা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দা ছিলেন। অভিযুক্ত প্রেমিক উজ্জ্বলের বাড়ি পুরুলিয়াতে।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে একে অপরে সঙ্গে পরিচিতি। প্রেমিকের সঙ্গে দেখা করতে অনিন্দিতা মালদা এসেছিলেন। এরপর আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সঠিক চিকিৎসা হয়নি বলে পরিবারের দাবি।
ঘটনার পর থেকেই উজ্জ্বল বেপাত্তা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পাশাপাশি তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)