কেষ্টপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রাফিক পুলিশ সহ আহত পাঁচ, এলাকায় তীব্র চাঞ্চল্য ...
আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার সাত সকালে ভিআইপি রোডের কেষ্টপুরে ভয়াবহ দুর্ঘটনা। একের পর এক বাইকে ধাক্কা মারল পিকআপ ভ্যান। যার জেরে আহত ট্রাফিক এএসআই–সহ পাঁচ জন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আতঙ্ক এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাগুইআটি থেকে দমদম পার্কের দিকে যাওয়ার মুখে কেষ্টপুর সিগনালে। দ্রুত গতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান সিগন্যালে দাঁড়িয়ে থাকা একাধিক বাইকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে বাইক আরোহীরা। গাড়ির তলায় চলে যায় এক বাইক আরোহী। গুরুতর আহত হন তিনি। সিগন্যালে ডিউটিরত এক ট্রাফিক পুলিশের এএসআইও আহত হয়েছেন। মোট আহত হয়েছেন পাঁচজন। তাঁদের প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির চালককে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়িটিকেও।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘সিগন্যালে দাঁড়িয়ে ছিলাম। আচমকাই পিছন থেকে পিকআপ ভ্যানটি দাঁড়িয়ে থাকা অনেকগুলি বাইকে ধাক্কা মারে। ধাক্কায় একজন গাড়ির তলায় চলে যায়। পাঁচজনের মত আহত হয়েছেন।’ কী করে দুর্ঘটনা ঘটল? পিকআপ ভ্যানটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না তা দেখছে পুলিশ। না কি অন্য কারণে দুর্ঘটনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, গত বুধবারই কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। বাইপাস থেকে অভিষিক্তা হয়ে যাদবপুর ব্রিজে ওঠার ঠিক আগে ঘটেছিল মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল, যাদবপুরের লেজিবিয়ার নামক একটি রেস্তোরাঁর সামনে দিয়ে যাওয়ার সময় আচমকাই এক ব্যক্তি লরির চাকায় পিষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় যাদবপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এর আগে শিক্ষক দিবসের দিন সকাল সাতটার দিকে শহরের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন উত্তর পঞ্চান্ন গ্রাম এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছিল। এক অ্যাপ–ভিত্তিক বাইক এবং একটি ডাম্পারের সংঘর্ষে গুরুতরভাবে জখম হন বাইকের চালক এবং তাঁর সঙ্গে থাকা যুবতী আরোহী। স্থানীয়দের চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনায় দেখা গিয়েছিল, বাইকটি রুবির দিকে যাচ্ছিল এবং একই দিকে আসছিল ডাম্পারটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি সজোরে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার জোরে বাইক চালক ও আরোহী রাস্তার ওপর ছিটকে পড়েন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে ট্রাফিক আধিকারিকরা এবং স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দু’জনকেই তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা অভিযোগ করেছিলেন, বাইপাস এলাকায় ভোরবেলাতেই ডাম্পার ও অন্যান্য ভারী যানবাহনের বেপরোয়া দৌরাত্ম্য নতুন নয়। নিয়মিত নজরদারি না থাকায় এ ধরনের দুর্ঘটনার সংখ্যা ক্রমেই বাড়ছে। এই দুর্ঘটনার পর একবার ফের প্রশ্ন উঠে যায়, শহরের ব্যস্ত বাইপাসে ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন গতি নিয়ে।