আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে ফের ভোগান্তিতে পড়বেন রেলযাত্রীরা। শনিও রবিবারের মধ্যে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ শাখায়। কাজ হবে শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মধ্যে, সে কারণেই পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ১১টা ৩০ থেকে ১৪ সেপ্টেম্বর রবিবার ভোর সাড়ে তিনটে পর্যন্ত বাতিল থাকবে একাধিক লোকাল। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে।
এদিকে, শুধু লোকাল ট্রেন বাতিলই নয়, একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। সে কথাও জানিয়েছে রেল। তালিকায় রয়েছে শান্তিপুর–শিয়ালদহ লোকাল। ১৩ তারিখ 31542 শান্তিপুর–শিয়ালদহ লোকাল চলবে ব্যারাকপুর পর্যন্ত। পাশাপাশি ১৪ তারিখ 31511 শিয়ালদহ–শান্তিপুর লোকালও চলবে ব্যারাকপুর পর্যন্ত।
তবে এই প্রথম নয়, বিগত কয়েক মাস ধরেই লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া, শিয়ালদহ ডিভিশনে। কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, আবার কখনও ওভারহেডের কাজ, কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন। ঘুরপথে চলেছে দূরপাল্লার ট্রেনগুলিও। তবে এবার কাজ হচ্ছে মূলত মধ্যরাতে। তার ফলে যাত্রী দুর্ভোগ খুব বেশি হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
তার উপর রয়েছে বৃষ্টির আশঙ্কা। শনি ও রবিবার দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কমলেও উপকূল–সহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি। দুর্ভোগ বাড়বে মানুষের।
তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। শনিবার ফের অতিভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা।
তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বজায় থাকবে। তার উপর ট্রেন বাতিল যোগ হওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়বেন।