• গল্ফগ্রিনে চরম চাঞ্চল্য, বাড়ি থেকেই উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, আটক জামাই...
    আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতায় রহস্য মৃত্যু, চাঞ্চল্য গল্ফগ্রিনে। নিজের বাড়ির সিঁড়ির সামনে থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার সকালে দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান।

    নিহত ব্যক্তি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন। এজি সেন্ট্রালে কাজ করতেন। এই ঘটনায় একজনকে দু'জনকে আটক করেছে পুলিশ। আটরা  নিহতের ছেলে ও জামাই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের।

    ঘটনাস্থলে পৌঁছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার আধিকারিকরা তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৃদ্ধকে ঠেলে ফেলা দেওয়া হয়েছে। কিন্তু, কী কারণে এই হত্যা তা এখনও জানা যায়নি।

    এই খুনের মামলায় নিহতের জামাইকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, মাত্র ২০ দিন আগেই বৃদ্ধের মেয়ের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই জামাই নেশা করে শ্বশুর বাড়িতে আসতেন এবং অশান্তি করতেন। এরপরই এ দিন উদ্ধার হল বৃদ্ধের মৃতদেহ। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিহতের ছেলেকেও।

     
  • Link to this news (আজকাল)