১৩ সেপ্টেম্বর, বেঙ্গালুরু: গণেশ প্রতিমার নিরঞ্জনের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। আনন্দ সহকারে শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ২২ জন।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে কর্ণাটকের হাসান জেলায় এনএইচ ৩৭৩-এ এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিটি একটি বাইককে সাইড দিতে গিয়েই নিয়ন্ত্রণ হারায়। সরাসরি সেটি ধাক্কা মারে শোভাযাত্রায় অংশ নেওয়া লোকেদের। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। পরে হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।হাসপাতাল সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় ১৮ জনকে হাসান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এ রেফার করা হয়েছে। বাকি ৪ জন বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার পাশাপাশি আহতদেরও যাবতীয় চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানানো হয়েছে।