আচমকাই হট এয়ার বেলুনে আগুন, বরাতজোরে রক্ষা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর
বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
১৩ সেপ্টেম্বর, ভোপাল: বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শনিবার মান্দসৌরে আচমকা আগুন লেগে গেল মুখ্যমন্ত্রীর হট এয়ার বেলুনে। দুর্ঘটনার সময় মোহন যাদব বেলুনের নীচেই ছিলেন। তবে নিরাপত্তা রক্ষীরা সতর্ক থাকায় তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দ্রুত বেলুন থেকে বের করা হয় মুখ্যমন্ত্রীকেও। তিনি সম্পূর্ণ রূপে সুস্থ রয়েছেন।জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মোহন যাদব শনিবার সকালে গান্ধীসাগর ফরেস্ট রিট্রিটে গিয়ে প্রথমে নৌকোয় সফর করেন এবং এরপর সাংসদ সুধীর গুপ্তের সঙ্গে হট এয়ার বেলুনে সফরের পরিকল্পনা ছিল। কিন্তু বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটার হওয়ায় বেলুনটিকে ওড়ানো সম্ভব হয়নি।সূত্রের খবর, দুর্ঘটনার সময় মুখ্যমন্ত্রী বেলুনের নীচেই দাঁড়িয়েছিলেন। গরম হাওয়া ভর্তি করার সময় বেলুনের নীচের অংশে আচমকা আগুন ধরে যায়। যদিও সঙ্গে সঙ্গেই তা নিভিয়েও ফেলে নিরাপত্তারক্ষীরা। তবে এরপর মুখ্যমন্ত্রীর বেলুন সফর এদিনের জন্য বাতিল করা হয়।