প্রেমের টানে ঘর ছেড়ে বাংলাদেশে যুবতী, বিএসএফ-এর সহায়তায় উদ্ধার
বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: ফেসবুকে প্রেম আর সেই প্রেমের টানেই ঘর ছেড়ে বাংলাদেশে পাড়ি দিল যুবতী। গত ৬ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। যুবতীর বাড়ি মলবাজারের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়।স্থানীয় সূত্রে খবর, ৬ তারিখ ওই যুবতী কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর সারাদিনে বাড়ি না ফিরলে থাবার দ্বারস্থ হয় পরিবার। শুরু হয় ঘটনার তদন্ত। সূত্র মারফত জানা যায়, ওই যুবতী বাংলাদেশে রয়েছে। এরপর শনিবার সকালে ফ্ল্যাগ মিটিং করে ময়নাগুড়ি থানা, বিএসএফ ও বিজেবি। অবশেষে ওই যুবতীকে উদ্ধার করা হয়। বর্তমানে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।মেয়েকে ফিরে পেয়ে যুবতীর বাবা ময়নাগুড়ি থানাকে ধন্যবাদ জানিয়েছেন। আইসি সুবল ঘোষ বলেন, “মেয়ে উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কী ভাবে ওই যুবতী বাংলাদেশে পৌঁছাল সেটা আমরা তদন্ত করে দেখছি।”