• নির্দোষ আমি, রেহাই দিন আমাকে’, আদালতে আর্জি পার্থর
    দৈনিক স্টেটসম্যান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ‘আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এই মামলা থেকে রেহাই দেওয়ার আর্জি জানান তিনি। গ্রুপ সি-এর নিয়োগ দুর্নীতি মামলায় এবার চার্জ গঠন আলিপুর আদালতের। পার্থ চট্টোপাধ্যায় সহ ২৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই চার্জ গঠন করা সম্পন্ন হয়েছে। শুক্রবার এই মামলার শুনানি ছিল। আবারও ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে হাজিরা দেন পার্থ। সেখানেই তিনি নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন। এভাবে তাঁর সম্মান নষ্ট হয়ে যাচ্ছে দাবি পার্থর।

    শুক্রবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় হাসপাতাল থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। চোখে অপারেশন হওয়ার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শুক্রবার আদালতে শুনানির সময় বিচারপতি নিয়োগ দুর্নীতির অভিযুক্তদের উদ্দেশে বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার মাধ্যমে নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার জন্য আপনাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।’

    এসময় ভার্চুয়াল মাধ্যমে থাকা পার্থ চট্টোপাধ্যায় বলেন, তাঁর কিছু বলার রয়েছে। তিনি বলেন, ‘ আমি নির্দোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি প্রতিহিংসায় নেমেছে। সংস্কৃতিগত ভাবে আমার সম্মান আছে। সামাজিক সম্মান আছে। আমাকে বাঁচানোর দায়িত্ব আদালতের। শুধু এই ভাবে দোষী সাব্যস্ত হব, তা হতে পারে না।’ এরপরেই আদালত থেকে বলা হয়, আপনার সাক্ষী হবে, তখন আপনি বলবেন।

    এরপরেই পার্থ বলেছেন, ‘সাক্ষীর কোনও দরকার নেই। আমায় বলতে দিন। এরপরে তিনি বলেন, সাড়ে ৩ বছর আমি বন্দি। আমি ডক্টরেট। আমি মন্ত্রী ছিলাম। ৫২ টি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করেছি। এমনভাবে চললে আদালতের বিচারব্যবস্থার উপর থেকে আস্থা চলে যাবে আমার। আমি অসহায়। আমাকে ছেড়ে দিন।’ বিচারক বলেন, রদবদলের ঘটনা ঘটেছে। অ্যাডভাইসর বদল হয়েছিল বলে অভিযোগ। এই প্রসঙ্গে পার্থ বলেন, যাঁকে সরানো হয়েছিল তিনি এই মামলায় অভিযুক্ত। এদিন শুনানিতে বিচারকের সঙ্গে পার্থর এই কথোপকথন গুলি হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার হবে বলে আদালত সূত্রে খবর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)