সাতসকালে খালের জলে ভেসে ওঠে এক যুবকের দেহ। চোখে পড়তেই আতঙ্কের আবহ তৈরি হয় স্থানীয়দের মধ্যে। উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল থানার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি খালে ক্ষতবিক্ষত যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। খালে যুবকের দেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপরে জগদ্দল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ ইসহাক ওরফে হীরা কুরেসি। তিনি ভাটপাড়া এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সক্রিয় তৃণমূল নেতা।
পুলিশের প্রাথমিক অনুমান, ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে যুবককে। এরপরেই খালে ফেলে দেওয়া হয় তাঁকে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তৃণমূল নেতাকে কে খুন করেছে, খালেই বা নেতার দেহ এল কী করে, কারা এসে দেহ ফেলে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্তে নেমে পুলিশ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে। ইতিমধ্যে পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তৃণমূল নেতার মৃত্যুর খবর পৌঁছাতেই ভাটপাড়া এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ভাটপাড়ার পুরসভার ভাইস-চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেছেন, ‘হীরা কুরেসিকে খুন করা হয়েছে। কারা খুন করেছে, তার তদন্ত করুক পুলিশ।’