• দাগি তালিকার প্রার্থীর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
    দৈনিক স্টেটসম্যান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশনের তরফে ‘দাগি’দের তালিকা প্রকাশের পর ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত প্রার্থী বিকাশ পাত্র। তাঁর সেই আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

    বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানিয়েছে, ‘আপনি অযোগ্য। আমাদের কিছু করার নেই।’ আদালত এদিন এসএসসি-র কাছে জানতে চায়, ‘সিবিআই দাগিদের তালিকা আগেই দিয়েছে। তার পরেও আপনাদের মধ্যে কোনও স্পষ্টতা নেই কেন? বারবার আমাদের কাছে এই ধরনের মামলা আসছে যেখানে প্রার্থীরা নিজেদের যোগ্য বলে দাবি করছেন। কেন এটা হচ্ছে?’ পাশাপাশি কোনওভাবেই যে ‘দাগি’-দের নতুন করে সুযোগ দেওয়া যাবে না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

    অন্যদিকে এসএসসি মামলায় দাগিদের থেকে টাকা ফেরত নেওয়া নিয়ে এদিন সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট জানতে চায় টাকা ফেরতের প্রক্রিয়া কত দূর এগিয়েছে। রাজ্যের আইনজীবী জবাবে জানান, টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করা যায়নি। শুনানিতে রাজ্যের আইনজীবীর উপর ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। কখন, কীভাবে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে তা সুপ্রিম কোর্টকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

    চাকরি বাতিল নিয়ে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালতের নির্দেশে এসএসসি ‘দাগি’দের তালিকা প্রকাশের পর বহু অযোগ্য চাকরি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন। এঁদের মধ্যেই একজন ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত চাকরিপ্রার্থী বিকাশ পাত্র। তবে তাঁর করা মামলাকে এদিন গুরুত্ব দেয়নি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আদালতের এক্ষেত্রে কিছু করার নেই। বেঞ্চ তাঁকে বলে, একবার অযোগ্য বলে চিহ্নিত হলে আদালতের আর কোনও হস্তক্ষেপের সুযোগ থাকে না।

    বিচারপতিরা এরপর জানতে চান, অযোগ্য প্রার্থীদের টাকা ফেরত দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট আগেই দিয়েছিল, তার প্রক্রিয়া কি শুরু হয়েছে? এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সম্প্রতি ৭ তারিখের পরীক্ষা নির্ঝঞ্ঝাটে সম্পন্ন হয়েছে। সেই প্রক্রিয়ার পাশাপাশি ফেরত দেওয়ার কাজও এগোচ্ছে। এই জবাবে সন্তুষ্ট হয়নি আদালত। বেঞ্চ জানায়, এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, তাতে স্বচ্ছতার অভাব চোখে পড়ছে। বিচারপতিরা প্রশ্ন তোলেন, ‘এই তালিকায় এত বিভ্রান্তি কেন? স্পষ্ট তথ্য দিতে সমস্যা কোথায়?’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)