• পুজোর আগে মেরামতি শুরু শিয়ালদহ উড়ালপুলে
    দৈনিক স্টেটসম্যান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • চলতি বছরে বর্ষার জেরে বিধ্বস্ত অবস্থা রাস্তাঘাটের। পুজোর আগে শহরবাসীর যাতায়াতের যাতে কোনওরূপ অসুবিধা না হয় সেজন্য উদ্যোগী হয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। এবার কেএমডিএ-র তরফে শিয়ালদহের উড়ালপুল মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃষ্টির জেরে বেহাল অবস্থা উড়ালপুলের। জায়গায় জায়গায় গর্তের দেখা মিলছে। চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে যানবাহনগুলিকে। এই কারণে সেতু মেরামতির কাজ শুরু করা হবে। আগামী সোমবারের মধ্যে উড়ালপুল মেরামতির কাজ সম্পন্ন হতে পারে বলে জানা গিয়েছে। তবে মেরামতির দিনগুলিতে নিত্যযাত্রীদের কিছুটা হলেও ভোগান্তিতে পড়তে হবে।

    পুজোর আগে শিয়ালদহের উড়ালপুলের পাশাপাশি অন্যান্য সেতুগুলিরও মেরামতির কাজ সম্পন্ন হয়েছে। আলিপুর চিড়িয়াখানার কাছে মা সারদামণি সেতুর দক্ষিণমুখী অ্যাপ্রোচ র‍্যাম্প, জিরাট ব্রিজ এবং জীবনানন্দ সেতুর মেরামতির কাজ সম্পন্ন হয়েছে। ইএম বাইপাসের ঢালাই ব্রিজ সম্প্রসারণ ও ৪ নম্বর ব্রিজের মেরামতির কাজ সম্পূর্ণ হওয়ার পরে এবার শিয়ালদহ উড়ালপুল মেরামতির কাজ শুরু করেছে কেএমডিএ। উড়ালপুলের বিধ্বস্ত জায়গাগুলিতে ৫০ মিমি পুরু বিটুমিনাস ম্যাকাডাম স্তর দেওয়া হচ্ছে। এর উপরে আবার ৩৫ মিমি পুরু ম্যাস্টিক স্তর দেওয়া হবে। আগামী সোমবারের মধ্যে বিটুমিনাস স্তরের কাজ সম্পন্ন করা হবে বলে কেএমডিএ সূত্রে খবর। পুজোর কেনাকাটা, প্যান্ডেল হপিং এবং নাগরিকদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য উদ্যোগী হয়েছে প্রশাসন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)