• এবার এক ট্রেনে কলকাতা থেকে মিজোরাম! প্রকল্প উদ্বোধন করে বিরোধীদের বিঁধলেন মোদি
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেল মানচিত্রে জায়গা পেল মিজোরাম। শনি সকালে আইজল বিমানবন্দর থেকে ভৈরবী-সাইরাং রেলপথের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, যেখানে ভোট সেখানেই নজর বিরোধীরদের। অন্যথায় কোনও কিছুরই গুরুত্ব নেই তাদের কাছে।

    শনিবার সকালে আইজল সরাসরি জুড়ে গেল ভারতের অন্যান্য অংশের। বর্ষণমুখর শনিবারের সকালে আইজল বিমানবন্দর হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে যেতে পারেননি প্রধানমন্ত্রী। তাই আইজল বিমানবন্দর থেকেই এই রেলপথের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। যদিও, উদ্বোধনের মঞ্চ থেকেও নির্বাচনের কথা ভুলে যাননি তিনি। সরাসরি বিরোধীদের আক্রমণ করে মোদি বলেন, “বহু বছর ধরে আমাদের দেশের কিছু রাজনৈতিকদল শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে। তাঁর সেইসব জায়গাতেই রাজনীতি করেছে যেখানে তাদের ভোট এবং আসন বেশি ছিল। এই বিরূপ মনোভাবের কারনে মিজোরাম-সহ সম্পূর্ণ উত্তর-পূর্ব ভারতকে ভুগতে হয়েছে।” বিজেপি এই নীতিতে বিশ্বাসী নয় তা প্রমাণ করতে মোদি বলেন, “আমরা আলাদা পন্থায় বিশ্বাসী। যারা আগে অবহেলিত ছিল তারাই এখন সামনের সারিতে রয়েছে। যাদেরকে আগে দূরে সরিয়ে রাখা হয়েছিল, তারাই এখন মূলধারায় যুক্ত হয়েছে।”

    অন্যদিকে, প্রধানমন্ত্রীর উত্তর-পূর্ব সফরকে কটাক্ষ করে মুখ খুলেছেন, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, “আমি খুশি তিনি দু’বছর পরে অবশেষে মণিপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরও আগেই সেখানে যাওয়া উচিত ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক তিনি এতদিন ধরে মণিপুরে সংঘর্ষ এবং এত মানুষের হত্যার সুযোগ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীদের এমন ইতিহাস নেই। যে দলেরই হোন তিনি, মানুষের দুঃখে সেখানে পৌঁছানোর কথা। স্বাধীনতার পর থেকে তাই হয়েছে।”

    শনিবার আইজল থেকে দিল্লিকে যুক্ত করে রাজ্যের প্রথম রাজধানী এক্সপ্রেস চালু হয়েছে। নাম সাইরাং-দিল্লি রাজধানী এক্সপ্রেস অন্যদিকে ভৈরবী-সাইরাং রেল প্রজেক্টের জন্য খরচ হয়েছে ৮ হাজার ৭০ কোটি টাকা। এই রেলপথে রয়েছে ৪৫টি সুরঙ্গ এবং ১৪২টি সেতু রয়েছে। জানা গিয়েছে, সাইরাং-এর কাছে ১৪৪ নম্বর সেতুটি ১১৪ মিটার উঁচু। এটি কুতুব মিনারের থেকেও উঁচু বলে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)