• উত্তরপ্রদেশে পুলিশের ‘লাঠিচার্জে’ মৃত্যু বিজেপি কর্মীর, ১১ পুলিশকর্মীকে ‘শাস্তি’ প্রশাসনের
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যের পুলিশের লাঠিচার্জে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ। সেই ঘটনায় ১১ জন পুলিশকর্মীকে শাস্তি দিল আদিত্যনাথ প্রশাসন। ৬ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। বাকি পাঁচজনকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। জেলা পুলিশের শীর্ষ আধিকারিক জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিজেপি কর্মীর নাম সিয়ারাম উপাধ্যায় ওরফে জকু উপাধ্যায়। বয়স ৩৫ বছর। তিনি এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। মঙ্গলবার গাজীপুর পুলিশ জেলার অধীনে ননহারা এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়া ও একটি পোল বসনাকে কেন্দ্র করে থানায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। সেই দলে ছিলেন সিয়ারামও। সেই বিক্ষোভ হঠাৎই হিংসাত্মক হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারী জনতার উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। সেই জটলার মধ্যে পড়ে গুরুতর  আহত হন বিজেপি কর্মী।  পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।

    মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, পুলিশ সিয়ারামকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছে। তার জেরে ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীদের শাস্তি দাবি করেছেন তাঁরা। তবে পুলিশ সুপারিনটেনডেন্ট ইরাজ রাজা পুলিশের উপর ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। একটি ভিডিও বিবৃতিতে তিনি জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থানীয়রা থানায় বিক্ষোভ দেখাছিলেন। কিন্তু ওই দিন অর্থাৎ  ৯ সেপ্টেম্বর কোনও লাঠিচার্জ হয়নি। তিনি আরও জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।  
  • Link to this news (প্রতিদিন)