জামিন মামলার নিষ্পত্তি করতে হবে দু’মাসের মধ্যেই, হাই কোর্টগুলিকে কড়া বার্তা শীর্ষ আদালতের
প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন বা অন্তর্বর্তী জামিন সংক্রান্ত কোনও মামলা বছরের পর বছর আটকে রাখা যাবে না। নিষ্পত্তি করতে হবে দু’মাসের মধ্যে। দেশের সব হাই কোর্ট এবং নিম্ন আদালতগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায় দেশের বিচারব্যবস্থায় বড় বদল আনতে পারে।
বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চের বার্তা, জামিন সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি করতে হবে দুমাসের মধ্যে। একমাত্র ব্যতিক্রম হতে পারে যদি মামলাকারীদের পক্ষে কোনওরকম ঢিলেমি হয় সেক্ষেত্রে। আদালতের পর্যবেক্ষণ, “ব্যক্তি স্বাধীনতার সংক্রান্ত কোনও আবেদন বছরের পর বছর মুলতুবি থাকতে পারে না। এতে অভিযুক্তের অধিকার যেমন ক্ষুণ্ণ হয়, তেমনই বিচারব্যবস্থার উপর মানুষের আস্থাও নষ্ট হয়।” শীর্ষ আদালত বলছে, জামিন মামলা বছরের পর বছর ঝুলে থাকলে সংবিধানের ১৪ অনুচ্ছেদে সমতার অধিকার ও ২১ অনুচ্ছেদে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার লঙ্ঘন হয়।
বম্বে হাই কোর্টের এক জামিন সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ২০১৯ সালে করা একটি জামিনের আবেদন বারবার পিছোতে পিছোতে ২০২৫ সাল পর্যন্ত ঝুলে ছিল। এতদিন পরে সেই জামিনের আবেদন খারিজ করেছে বম্বে হাই কোর্ট। এত বছর মামলা ঝুলিয়ে রাখার জন্য বম্বে হাই কোর্টকে তিরস্কারও করেছে শীর্ষ আদালত।
অনেক ক্ষেত্রেই দেখা যায়, ছোটখাটো অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করে তদন্তকারীরা। দীর্ঘদিন ধরে চলতে থাকে বিচারপ্রক্রিয়া। ফলে ওই অভিযুক্তকে পচতে হয় জেলে। পরে এদের মধ্যে অনেকেই নির্দোষ প্রমাণিত হন। অর্থাৎ বিনা দোষে নাগরিকদের দীর্ঘদিন জেলে থাকতে হয়, শুধু বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতার জন্য। সেই সমস্যাকে মৌলিক অধিকার ভঙ্গের শামিল হিসাবে মনে করছে শীর্ষ আদালত।