সকাল থেকেই বৃষ্টিতে ভাসছে কলকাতা, নিম্নচাপ ভেস্তে দেবে পুজোর কেনাকাটি?
প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৫
নিরুফা খাতুন: পুজোর বাকি আর মাত্র কয়েকটাদিন। সপ্তাহান্তে জোর কেনাকাটির পরিকল্পনা রয়েছে? তবে অবশ্যই সঙ্গে ছাতা রাখুন। কারণ, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে উত্তরবঙ্গ।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ছত্তিশগড়ের দিকে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। তবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। তবে মৌসুমী অক্ষরেখা ফের বাংলা থেকে দূরে সরে গিয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে কমবে বৃষ্টি। এদিকে, কলকাতায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি । শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। সোমবার উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। তারপর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।