• রাজ্যে ফের ‘স্টোনম্যান’ কায়দায় খুন! কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশের খালে যুবকের ক্ষতবিক্ষত দেহ
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: রাজ্যে ফের ‘স্টোনম্যান’ কায়দায় খুন! শনিবার সাতসকালে জগদ্দলের কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশের খাল থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ। তাঁর নাম পরিচয় জানা যায়নি। সকালে দেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ।

    শনিবার সকালে জগদ্দলের উচ্ছেগরের কাছের খালে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরাই খবর দেয় জগদ্দল থানার পুলিশকে। জগদ্দল থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহে একাধিক চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, ইট দিয়ে মাথা থেঁতলে যুবককে ‘খুন’ করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন তদন্তকারীরা।

    কী কারণে খুন? যুবকের বাড়ি কোথায়? খালের জলে দেহ এল কী করে? অন্য কোথাও খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে? রয়েছে একাধিক প্রশ্ন। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। যান বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমরা সবদিক খতিয়ে দেখছি। তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন কিছু বলা সমীচীন নয়।”
  • Link to this news (প্রতিদিন)