• বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহ! গ্রেপ্তার কর্ণধার-সহ ৪
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারি হোমে এক যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে চারজন। একজনকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে শ্রীরামপুর আদালত। বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর ছাব্বিশের ওই যুবতী। পুলিশ শুক্রবারই চারজনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে রয়েছেন ওই বেসরকারি হোমের কর্ণধার, সেক্রেটারি ও দুই কর্মী। জানা গিয়েছে, ওই হোমের সেক্রেটারি অজয় চট্টোপাধ্যায় নবগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য।

    নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, “আবাসিক ওই যুবতী খুবই মেধাবি। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের দলীয় কার্যালয়ে আসেন। আমরা বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে। অজয় এখন আর তৃণমূল করেন না। তবে অজয়ের যথেষ্ট প্রভাব আছে। বিভিন্ন জায়গার সঙ্গে সে যুক্ত। তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। যে দোষী সে শাস্তি পাবেই।”

    এই ঘটনায় তৃণমূলকে সরাসরি আক্রমণ করেছেন সিপিএম নেতা আশিস দে। তিনি বলেন, “তৃণমূল এখন দায় ঝাড়ার চেষ্টা করছে। অজয় তৃণমূলের সক্রিয় কর্মী। এবারের নবগ্রাম কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোটেও তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছে। সে এখন ব্যাঙ্কের সদস্য।” আশিস দে দাবি করেছেন, “অজয় আগেও তৃণমূলের হয়েই তো কো অপারেটিভ ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর ছিলেন। এখন যেই খারাপ কাজে নাম জড়িয়েছে এখন দায় ঝাড়ার চেষ্টা করছে তৃণমূল। আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করব।”

    এই ঘটনায় শাসকদলকে বিঁধেছে বিজেপিও। বিজেপির নবগ্রাম মণ্ডল সভাপতি রাজেশ রজক বলেন, “ওঁকে আমরা চিনি। ওঁর অনেকগুলো রূপ আছে। তৃণমূলের সদস্য ছিলেন। যদি অভিযোগ সত্যি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিক। তৃণমূল করেন তাই পঞ্চায়েতের সঙ্গে ওঠাবসা তো থাকবেই।” যদিও হোমের কর্মীদের একাংশ জানান, হোমের কর্ণধার ভালো লোক। তাঁরা দীর্ঘদিন দেখছেন অজয়কে। এবং কখনও খারাপ কিছু চোখে পড়েনি।

    প্রসঙ্গত, শুক্রবারই উত্তরপাড়ার একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করে পালিয়ে যায় দুই আবাসিক। কয়েকমাস আগে, অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু হয়। উত্তরপাড়ার বেসরকারি হোম এবং নেশামুক্তি কেন্দ্রগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার।
  • Link to this news (প্রতিদিন)