আর জি কর মেডিক্যালের ছাত্রীর রহস্যমৃত্যু! নেপথ্যে ডাক্তারি পড়ুয়া প্রেমিক?
প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: আর জি কর মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রীর রহস্যমৃত্যু। তবে কি আত্মহত্যা নাকি অন্য কিছু? তা নিয়ে ধোঁয়াশা। উঠে আসছে প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের তত্ত্বও। গোটা বিষয়টা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম অনিন্দিতা সোরেন। আর জি কর মেডিক্যাল কলেজের চতুর্থবর্ষের ছাত্রী ছিলেন তিনি। তাঁর প্রেমিক মালদহ মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাড়িতে যান অনিন্দিতা। তবে কোনও কারণে মনমরা ছিলেন। সূত্রের খবর, গত সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, তাঁরা বিষয়টা জানতেন না। এরপরই তাঁদের ফোনে জানানো হয় অনিন্দিতা অসুস্থ। মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে।
ছুটে যান পরিবারের সদস্যরা। শুক্রবার রাতে অনিন্দিতার অবস্থার অবনতি হলে তাঁকে আর জি করে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। মাঝ রাস্তায় পরিস্থিতি বেগতিক বুঝে মালদহ মেডিক্যালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তরুণীকে। শনিবার সকালে সেখানে মৃত্যু হয় ছাত্রীর। পরিবারের দাবি, প্রেমিকই খুন করেছে তাঁকে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।