• দিল্লির তিস হাজারি কোর্টে ধুন্ধুমার, ভাইরাল মারপিটের ভিডিয়ো
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলমাল চলছে। পোশাক থেকে একপক্ষকে আইনজীবী বলেই মনে হচ্ছে। যাঁদের সঙ্গে ঝামেলা তাঁরা সাধারণ পোশাক পরা। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল শুক্রবার। শনিবার দিল্লি পুলিশ জানায়, দিল্লির তিস হাজারি কোর্টের মধ্যে হয়েছে ওই ঝামেলা।

    দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ১২ সেপ্টেম্বর সকাল ১১টা নাগাদ সবজি মান্ডি থানায় ৩টি ফোন আসে। সেখানে অভিযোগ করা হয় তিস হাজারি কোর্টে ধাক্কাধাক্কি হচ্ছে। তিস হাজারি কোর্টের পুলিশ পোস্ট থেকে পুলিশকর্মীরা যান ঘটনাস্থলে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে কিছু ব্যক্তির ধস্তাধস্তি হচ্ছে। সেই ঝামেলা থামিয়ে পুলিশ দু’পক্ষকেই থানায় নিয়ে যাওয়া হয়।

    পুলিশ জানিয়েছে, এক বৃদ্ধ ব্যক্তি তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে আদালতে এসেছিলেন একটি মামলার কাজে। তাঁদের আইনজীবীও ছিলেন সঙ্গে। ওই বৃদ্ধের ছেলে আইনজীবীর কাছ থেকে কেস ফাইল চান। কিন্তু ওই আইনজীবী তা দিতে অস্বীকার করেন। সেখান থেকেই বচসা শুরু হয়। বেশ কয়েকজন আইনজীবী ওই ব্যক্তির উপর চড়াও হন। সেই সময়ে এক বৃদ্ধাকেও ধাক্কা মেরে ঠেলে ফেলে দেওয়া হয়। গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    এই ঘটনায় পুলিশের কাছে ২টি লিখিত অভিযোগ জমা করেছেন দুই জন আইনজীবী। একজন আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধে মারপিট এবং মারধরের অভিযোগ করেছেন। আর এক মহিলা আইনজীবী কটূক্তি, মারধরের অভিযোগ করেছেন। যাবতীয় অভিযোগ ও মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে সবজি মান্ডি থানায় ২টি এফআইআর দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে আক্রান্ত পরিবারের শারীরিক পরীক্ষা হয়েছে। তাঁরা বয়ানের বদলে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

    বছরখানেক আগে দিল্লি আদালতেই গুলি চলেছিল। গ্যাং ওয়ার দেখা গিয়েছিল আদালতের অন্দরে। এ বার এমন মারপিট। এই ঘটনায় প্রশ্ন উঠেছে দিল্লির আদালতের নিরাপত্তা নিয়ে।

  • Link to this news (এই সময়)