আজকাল ওয়েবডেস্ক: দাম কমল ডাভ, শ্যাম্পু, কিসান জ্যাম, হরলিক্স, লাক্স এবং লাইফবয় সাবানের। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (এইচইউএল) একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে কাটছাঁট করেছে। জিএসটি কমার জেরেই পণ্য কম দামে ভারতবাসীর হাতে তুলে দিতেই বহুজাতিক সংস্থার এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। সংবাদপত্রের বিজ্ঞাপন প্রকাশ করে দাম কমানোর ঘোষণা করা হয়েছে।
নয়া দাম:বিজ্ঞাপন অনুসারে, ৩৪০ মিলি ডাভ শ্যাম্পুর বোতল এখন ৪৯০ টাকা থেকে কমে ৪৩৫ টাকায় বিক্রি হবে। চারটি ৭৫ গ্রামের লাইফবয় সাবানের দাম ৬০ টাকা হবে, যা আগে ৬৮ টাকা। ২০০ গ্রামের হরলিক্স জারের দামে ২০ টাকা ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ হরলিক্সে দাম ১৩০ টাকা থেকে কমে ১১০ টাকা হয়েছে। কিষাণ জ্যামের দাম ৯০ টাকা থেকে কমে হয়েছে ৮০ টাকা।
সরকার- নির্মাতা এবং আমদানিকারকদের অবিক্রিত পণ্যে নতুন জিএসটি অনুসারে সংশোধিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ঘোষণা করার অনুমতি দিয়েছে। এই সংশোধনের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর অথবা যত দিন স্টক শেষ না হয়, তার মধ্যে যেটি আগে ঘটবে।সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে, উৎপাদকদের এক বা একাধিক সংবাদপত্রে সংশোধিত মূল্য সম্পর্কে কমপক্ষে দু'টি বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। তাদের অবশ্যই ডিলার, রাজ্য এবং কেন্দ্রীয় কর্মকর্তাদের অবহিত করতে হবে।
জিএসটি সংস্কার৩ সেপ্টেম্বর, জিএসটি কাউন্সিলের ৫৬তম সভা অনুষ্ঠিত হয়। এর সভাপতিত্ব করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বৈঠকে সরকার ঘোষণা করে যে, তারা কর স্ল্যাব সংশোধন করছে। দু'টি কর কাঠামো রাখা হয়- পাঁচ এবং ১৮ শতাংশ। আগের ১২ শতাংশ কর স্ল্যাবটি বাতিল করা হয়।
দুধ, পনির, খাখরা, পিৎজা রুটি, রুটি এবং পরোটা-সহ বেশ কয়েকটি খাদ্য পণ্য জিএসটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে মাখন, ঘি, পনির, কনডেন্সড মিল্ক, জ্যাম, সস, স্যুপ, পাস্তা, নমকিন এবং মিষ্টান্ন পণ্য এখন ৫ শতাংশ জিএসটি আরোপ করা হয়।
এছাড়া, পান মশলা, তামাক, কোল্ড ড্রিঙ্কস, উচ্চমানের গাড়ি, ব্যক্তিগত বিমানের মতো বিলাসবহুল এবং ক্ষতিকারক পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি-কর চাপিয়েছে।
কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশি ‘এক্স’ (আগের টুইটার) এ জানিয়েছেন যে, “নতুন জিএসটি হার অনুযায়ী, নির্মাতা এবং আমদানিকারকরা ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত (বা স্টক শেষ না হওয়া পর্যন্ত) অবিক্রিত জিনিসের এমআরপি সংশোধন করতে পারবেন।”