ছাদে কাপড় তুলতে গিয়েই বিপত্তি, ঘিরে ধরল একদল বাঁদর, পালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৬৫ বছরের বৃদ্ধার ...
আজকাল | ১৪ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঘরের মধ্যে ঢুকে পড়েছিল একদল বাঁদর। ভয়ে, আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে এক বৃদ্ধার মর্মান্তিক পরিণতি হল। বাঁদরের হামলা থেকে বাঁচতে সিঁড়ি দিয়ে তড়িঘড়ি নামতে গিয়ে গড়িয়ে পড়ে যান। গুরুতর আঘাতে মৃত্যু হয়েছে ৬৫ বছরের ওই বৃদ্ধার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম, কান্তি দেবী। পরিবার সূত্রে জানা গেছে, সিকান্দারপুর থানার অন্তর্গত সিকিয়ান গ্রামে শুক্রবার বিকেলে ছাদে গিয়ে শুকনো কাপড় তুলতে গিয়েছিলেন তিনি। তখনই একদল বাঁদর আচমকা হামলা শুরু করে।
আতঙ্কে প্রথমে চিৎকার চেঁচামেচি করেন ওই বৃদ্ধা। এরপর তড়িঘড়ি ছাদ থেকে পালানোর চেষ্টা করেন। ছাদ থেকে ঘরের নামার সময়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ছাদের সিঁড়ি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ে যান বৃদ্ধা। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। চিৎকারের শব্দ শুনেই পরিবারের সদস্যরা ছুটে আসেন। তড়িঘড়ি করে বৃদ্ধাকে উদ্ধার করে সিকান্দারপুর থানার অন্তর্গত এক স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও শেষরক্ষা হয়নি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় ওই বৃদ্ধার। তাঁর মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া। গ্রামবাসীরাও জানিয়েছেন, নিত্যদিন বাঁদরের উৎপাতে গ্রামে নানা দুর্ঘটনা ঘটে। আগেও পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। এবার বাঁদরের হামলা থেকে পালাতে গিয়ে এক বৃদ্ধার মর্মান্তিক পরিণতি হল। তবে ঘটনাটি ঘিরে থানায় কোনও অভিযোগ জানায়নি বৃদ্ধার পরিবার। কিন্তু বাঁদরের উপদ্রব ঘিরে ক্ষোভ উগরে দিয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরে জানুয়ারি মাসে এমন এক ঘটনা ঘটেছিল। কয়েক দিন ধরেই এক গ্রামে বাঁদরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা। এবার সেই গ্রামেই বাঁদরের হামলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাড়ির ছাদ থেকে এক দশম শ্রেণির ছাত্রীকে ঠেলে ফেলে দেয় বাঁদর। উঠোনে পড়তেই মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় ব্যাপক শোরগোল এলাকা জুড়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলায়। মৃত ছাত্রীর নাম, প্রিয়া কুমার। মঘার গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, শনিবার ভগবানপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। দুপুরবেলায় ছাদে বসে পড়াশোনা করছিল ওই ছাত্রী। আচমকা একদল বাঁদর ছাদে চলে আসে। তখন ভয় পেয়ে যায়। কিন্তু ছুটে পালাতে পারেনি ওই ছাত্রী।
ছাদেই ছাত্রীর দিকে বারবার তেড়ে আসছিল বাঁদরগুলি। তার চিৎকার শুনেই বাড়ির লোকজন, প্রতিবেশীরা ছুটে আসেন। কিন্তু বাঁদরের হামলা থেকে তাকে কেউ উদ্ধার করতে পারেননি। বাঁদরের হামলার মাঝেই ছাদের কিনারায় চলে যায় সে। আচমকা একটি বাঁদর তাকে ধাক্কা মারে। ভয় পেয়ে ছাদ থেকে উঠোনে উল্টে পড়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিওয়ান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর কিশোরীর পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের অনুমতিও দেওয়া হয়নি। কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল ব্যাপক।