আলিপুরদুয়ারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তিন যুবক, চাঞ্চল্য
বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুর্গাপুজোর আর কয়েকদিন বাকি। তার আগেই আজ, শনিবার বিকেলে আলিপুরদুয়ার জেলা শহরের কাছে আইটিআই মোড়ে পুলিশ একটি পিস্তল সহ তিন যুবককে গ্রেপ্তার করল। ধৃতদের কাছ থেকে দুটি কার্তুজ ও একটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ আইটিআই মোড়ে গিয়েছিল। সেখানেই কোচবিহার যাওয়ার রাস্তা থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই যুবকদের গ্রেপ্তার করে পুলিশ।পুজোর মুখে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় শহরে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল পাপ্পু মাহাত, রোহিত দাস ও আশরাফুল হক। ধৃত তিন যুবকেরই বাড়ি শহরের ১৩ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায়। এদিন সন্ধ্যায় আলিপুরদুয়ার থানায় সাংবাদিক সম্মেলন করে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার ও তিন যুবকের গ্রেপ্তারের খবর জানান এসডিপিও শ্রীনিবাসন এমপি। ঘটনার তদন্ত চলছে। এদিকে, ঠিক এক বছর আগে সমাজপাড়াতেই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মারা গিয়েছিল এক মহিলা।