• গোডাউনে আলমারি ঝালাইয়ের সময় মজুত আতশবাজি বিস্ফোরণ, চাঞ্চল্য হাওড়ায়
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মুহূর্তের অবসাধনতা। আর তার ফলে শনিবার দুপুরে হাওড়ার বাঁকড়া এলাকায় ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। তাতে এক শ্রমিক জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বাঁকড়ার একটি মুদির দোকানের গুদামে আলমারি ঝালাইয়ের কাজ চলছিল। সে সময় আগুনের ফুলকি এসে পড়ে আতশবাজির একটি বস্তার উপরে।  যার জেরে বিস্ফোরণ ঘটে। বাজি ফেটে জখম হন এক শ্রমিক। তাঁর নাম মহম্মদ সমীর। হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ব্যক্তিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকড়া ১ নম্বর পঞ্চায়েত এলাকার দোতলা মোড়ের একটি মুদির দোকানের গোডাউনে গতবছর কালীপুজোর সময় বিক্রি না হওয়া আতশবাজি একটি বস্তায় রাখা ছিল। এদিন দুপুরে গোডাউনের ভেতরে আলমারি ঝালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই সেখান থেকে আগুনের ফুলকি গিয়ে পড়ে আতশবাজির বস্তার ওপর। এলোপাতাড়ি ফাটতে শুরু করে বাজি। আগুন লেগে যায় গোডাউনের ভেতরে। আগুনে ঝলসে জখম হন সমীর। ঘটনাস্থলে পৌঁছয় বাঁকড়া ফাঁড়ির পুলিশ ও দমকল। ততক্ষণে অবশ্য আগুন নিভে গিয়েছিল। প্রাথমিক তদন্তে দমকল জানিয়েছে, আতশবাজি বিস্ফোরণের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা। বিষয়টি খতিয়ে দেখছেন ডোমজুড় থানার তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)