খড়্গপুর আইআইটিতে বাংলায় AI ও ডেটা সায়েন্সে চার বছরের BS ডিগ্রি
দৈনিক স্টেটসম্যান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
ভাষাগত বাধার কারণে অনেক শিক্ষার্থী প্রিয় বিষয় নিয়ে পড়াশোনা করতে পারতেন না। এবার সেই সমস্যার সমাধান করেছে আইআইটি খড়্গপুর। বাংলায় প্রথমবারের মতো চার বছরের বিএস ডিগ্রিতে পড়ানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য বিজ্ঞান। ভারত, বাংলাদেশসহ বিশ্বের বাংলাভাষী শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এবং জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর নির্দেশনা অনুসরণ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আইআইটি খড়্গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী জানান, ‘বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিজ্ঞানের চাহিদা বেড়েছে। অনলাইনে শেখার সুযোগ থাকলেও বাংলাভাষী শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা এই বিষয় বাংলায় পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ চার বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা বিএস ডিগ্রি অর্জন করতে পারবেন, যা বিটেক বা বিএসসি-র সমতুল। সংক্ষিপ্ত মেয়াদের কোর্সে ডিপ্লোমা বা সার্টিফিকেট অর্জনের সুযোগও থাকবে।
সম্প্রতি আইআইটি খড়্গপুর ও আইআইটি মাদ্রাজের পরিচালকরা যৌথভাবে বাংলায় এই কোর্স করানোর বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকে বিশেষভাবে ধরা হয়েছে প্রান্তিক শিক্ষার্থীদের এবং যাঁরা ইংরেজিতে দুর্বল। অধ্যাপক চক্রবর্তী জানিয়েছেন, বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিজ্ঞানের কোর্স চালু হলে শিক্ষার্থীরা সহজে বিষয়গুলো বোঝার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত বিষয়গুলি ইংরেজিতেই থাকবে। তবে বাংলায় ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের বোঝার সুবিধা নিশ্চিত করা হবে। এতে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্তের বাংলাভাষী শিক্ষার্থীরাই উপকৃত হবেন। জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর নির্দেশনায় মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।
বাংলায় এই কোর্স চালু হলে স্কুল ও কলেজ স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ যথেষ্ট বাড়বে। সায়েন্স বা প্রযুক্তি বিষয়ে আগ্রহী যে কোনও বয়সের শিক্ষার্থী, এমনকি চাকরিজীবীও এই কোর্সে অংশ নিতে পারবেন।
আইআইটি খড়্গপুরের এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে, যেখানে আধুনিক প্রযুক্তি ও আঞ্চলিক ভাষার সমন্বয়ে শিক্ষার্থীরা আরও গভীরভাবে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।