‘ভারতের ঘনিষ্ঠ বন্ধু নেপাল’, মণিপুর থেকে প্রতিবেশীকে বড় বার্তা মোদির
প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারতের ঘনিষ্ঠ বন্ধু নেপাল।’ শনিবার মণিপুর থেকে প্রতিবেশী দেশটিকে জরুরি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছরের সুশীলা কারকি। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন তিনি। এরপর এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ইম্ফলের সভা থেকেও সুশীল কারকি এবং নেপালকে বার্তা দিলেন নমো। কী বলেছেন তিনি?
ইম্ফলের সভা থেকে মোদি বলেন, “নেপাল ভারতের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। আমরা ইতিহাস এবং (ধর্মীয়) বিশ্বাসের দিক থেকে অপরের সঙ্গে সংযুক্ত। একসঙ্গেই এগিয়ে চলেছি। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হওয়ায় শ্রীমতি সুশীলা কারকিকে ভারতের ১৪০ কোটি জনতার তরফ থেকে শুভেচ্ছা জানিয়েছি।” এর আগে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য, আমি মাননীয়া শ্রীমতী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানাই। নেপালের ভাইবোনদের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”
‘জেন জি’ বিক্ষোভের জেরে ওলি সরকারের পতনের চারদিন পর দেশটির দায়িত্বভার উঠেছে কারকির কাঁধে। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম কার্যত নিশ্চিত হওয়ার পর বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানান তিনি। বলেন, “মোদিকে আমি নমস্কার জানাই। আমি তাঁকে সম্মান করি। ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ রয়েছে। কারণ, তারা সর্বদা নেপালের পাশে থেকেছে।” তিনি আরও বলেন, “নেপালে অনেক আগে থেকেই সমস্যা ছিল। এখন পরিস্থিতি আরও কঠিন। দেশের উন্নয়নের জন্য এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা। নেপালের নতুন সূচনা স্থাপনের চেষ্টা করব।” হবু প্রধানমন্ত্রীর সেই বার্তার পর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল জোরকদমে। অবশেষে শুক্রবার শপথ নেন তিনি।
প্রসঙ্গত, বুধবার ৫ হাজার যুব আন্দোলনকারী একটি ভারচুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে কারকির নাম প্রস্তাব করে। জানা যায়, তরুণ প্রজন্ম কারকির কাছে প্রস্তাব নিয়ে গেল তিনি সমর্থনের জন্য কমপক্ষে ১,০০০ লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। যদিও তাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সমর্থন করে ২,৫০০-রও বেশি স্বাক্ষর সংগৃহীত হয়।