বারাণসীতে বিদেশি পড়ুয়ার রহস্যমৃত্যু, ভাড়া বাড়ি থেকে উদ্ধার দেহ
প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাণসীতে এক বিদেশি ছাত্রীর রহস্যমৃত্যু। বৃহস্পতিবার রাতে ভাড়া বাড়ির ঘর থেকে উদ্ধার হল তাঁর দেহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ফিলিপা ফ্রান্সিসকা। তিনি রোমানিয়ার নাগরিক। ফিলিপা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক কোনও কারণে তাঁকে ডাকতে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ একাধিকবার ডাকাডাকি সত্ত্বেও তিনি কোনও সাড়া শব্দ দেননি। এরপরই বাড়ির মালিক পুলিশ খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অন্য একটি চাবি দিয়ে খোলা হয় দরজা। তারপরই বিছানায় তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে রোমানিয়ার দূতাবাসেও। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট বা কোনও রকম ওষুধের হদিশ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশের আধিকারিক অতুল অঞ্জন ত্রিপাঠী বলেন, “ফ্রান্সিসকা ছোট থেকেই এপিলেপ্সি রোগে আক্রান্ত ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিকের আধিকারিকরা। ময়নাতদন্তের রিপোর্টে আসার পরই তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাবে।”