হোটেলে নিয়ে গিয়ে যৌন সম্পর্ক, ভিডিও তুলে যুবককে ব্ল্যাকমেল তরুণীর! বিজেপি নেতা-সহ গ্রেপ্তার ৩
প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের ফাঁদ পেতে ব্ল্যাকমেলের বিরাট চক্রের পর্দাফাঁস। উত্তরপ্রদেশের আগ্রায় এক যুবককে হোটেলে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে যৌনসম্পর্ক করেন এক তরুণী। পরে সেই অশ্লীল ভিডিওর ফাঁস করার হুমকি দিয়ে দিনের পর দিন চলছিল ব্ল্যাকমেল চক্র। ঘটনার তদন্তে নেমে অবশেষে এই চক্রের তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আগ্রা পুলিশ। অভিযুক্ত ৩ জনের মধ্যে ওই তরুণীর পাশাপাশি বাকি দু’জনের মধ্যে একজন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আবাস কলোনির বাসিন্দা নির্যাতিত ওই যুবক। সোশাল মিডিয়ায় দৌলতে তাঁর সঙ্গে এক যুবকের আলাপ হয়েছিল। অজ্ঞাতপরিচিত সেই যুবক নির্যাতিতকে এক মহিলার সঙ্গে দেখা করানোর প্রতিশ্রুতি দেয়। স্থানীয় এক হোটেলে যুবতীর সঙ্গে সাক্ষাৎ করেন যুবক। অভিযোগ, হোটেলে যাওয়ার আগে তাঁকে মাদক খাওয়ানো হয়। এরপর হোটেলে ওই যুবকে নগ্ন করে তাঁর সঙ্গে যৌনসম্পর্ক করেন তরুণী। ভিডিও করা হয় সেই ঘটনার। পরে সেই অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল চলতে থাকে। দাবি করা হয়, ১০ লক্ষ টাকা না দিলে এই ভিডিওকে হাতিয়ার করে আদালতে মামলা দায়ের করা হবে। এমনকী আইনি নোটিসও পাঠানো হয়।
পালটা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিত। অভিযোগের ভিত্তিতে গত বুধবার পুলিশ মথুরার বাসিন্দা পিঙ্কি, মণীশ সাহানি এবং বিরাট নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার তিন জনকেই জেল হেফাজতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এই তিন অভিযুক্ত দীর্ঘদিন ধরে এই চক্র চালাচ্ছিল। ফেসবুক-সহ অন্যান্য সোশাল মিডিয়ায় ফাঁদ পাতত অভিযুক্তরা। এরপর ধনী ব্যক্তিদের টার্গেট করে দেওয়া হত যৌনতার প্রলোভন। শুধু তাই নয় তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত মণীশ সাহানি বিজেপির একজন নেতা। তিনি বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রাক্তন পদাধিকারী।