অরিজিৎ গুপ্ত, হাওড়া: বাঁকড়ায় মুদির দোকানে রাখা আতশবাজিতে আগুন। আহত এক। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। কর্মীদের তৎপরতায় নিভেছে আগুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকড়ার এক মুদির দোকানে। আহত যুবকের নাম মহম্মদ সমীর। তিনি পেশাই ঝালাই মিস্ত্রি। দোকানটিতে আলমারি ঝালাইয়ের কাজ করছিলেন যুবক। সেই দোকানে আগে থেকেই মজুত ছিল গতবছর কালীপুজোর সময় তোলা আতশবাজি। ঝালাইয়ের কাজ চলায় আগুনের ফুলকি গিয়ে পড়ে সেই জমা করা আতশবাজিতে। সঙ্গে সঙ্গে বারুদে আগুন লেগে যায়। এছাড়াও দোকানে সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকানের বাকি অংশে।
খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। কর্মীদের তৎপরতায় নেভানো হয় আগুন। ভিতরে আটকে পড়া শ্রমিককে দোকান ঘর থেকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি। ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানটিও। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “আমি বেশকিছুটা দূরে দাঁড়িয়েছিলাম। দেখি দোকানটিতে আগুন লেগেছে। একজন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” দোকানটি পুরনো আতশবাজি মজুত ছিল কেন? উঠছে সেই প্রশ্ন। ঘটনার তদন্তে পুলিশ।