• SSC-র দ্বিতীয় ‘অগ্নিপরীক্ষা’ রবিবার, পরীক্ষার্থীদের কী করণীয়? সমস্যায় পড়লে কোথায় যোগাযোগ?
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • রবিবার এসএসসির দ্বিতীয় ‘অগ্নিপরীক্ষা’। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে রাজ্যজুড়ে। গত রবিবার নবম-দশম শ্রেণির পরীক্ষার মতের উপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। রবিবার এসএসসির দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্যেও সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

    মোট ৪৭৮টি কেন্দ্রে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে।

    রবিবার পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে। পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টায়।

    পরীক্ষার্থীদের যাতে যাতায়াতের কোনও অসুবিধা না হয়, সে ব্যাপারে নজর দিয়েছে পরিবহণ দপ্তর।

    অন্যান্য রবিবারের তুলনায় বেশি সংখ্যায় বাস চালানো হবে।

    স্বচ্ছতার সঙ্গে পরীক্ষার ব্যাপারে এবং প্রশ্নফাঁস আটকাতে গত দিনের মতোই কড়াকড়ি থাকবে।

    রবিবার শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে চলেছেন মোট ২,৪৬,৫০০ পরীক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রে সকাল দশটা থেকেই ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। এ বারও পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নিয়ম বেধে দেওয়া হয়েছে।

    ১) স্বচ্ছ পেন (কালো বা নীল কালি) এবং স্বচ্ছ জলের বোতল নিয়েই প্রবেশ করতে দেওয়া হবে পরীক্ষার্থীদের।

    ২) সমস্ত নথি স্বচ্ছ ফাইল বা ফোল্ডারে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

    ৩) পরীক্ষাকেন্দ্রের বাইরে নির্দিষ্ট জায়গায় ব্যাগ রাখতে হবে।

    ৪) ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল বা যে কোনও প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

    সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন – 033 2234 0022

    ইস্টার্ন রিজিয়ন – 0342 2625596

    নর্দান রিজিয়ন – 03512 278055

    সাদার্ন রিজিয়ন – 033 2485 1414

    ওয়েস্টার্ন রিজিয়ন – 03242 255895

    সাউথ ইস্টার্ন রিজিয়ন – 033 2584 1060

    গত রবিবার সুষ্ঠু ভাবে পরীক্ষার আয়োজন করেছিল এসএসসি। পশ্চিমবঙ্গ ছাড়াও ভিন রাজ্যের প্রচুর পরীক্ষার্থী এসএসসির পরীক্ষা দিয়েছিলেন। একাদশ-দ্বাদশ শ্রেণিতেও ভিন রাজ্যের পরীক্ষার্থীরা হাজির হবেন বলে খবর। সবদিক থেকে নির্বিঘ্নে হবে পরীক্ষা। অপেক্ষা রবিবারের।

  • Link to this news (এই সময়)