• গুজরাত হাইকোর্টে জমি মামলায় ধাক্কা ইউসুফ পাঠানের
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • আমেদাবাদ: জমি দখলের মামলায় গুজরাত হাইকোর্টে ধাক্কা খেলেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। তাঁকে ‘দখলদার’ তকমা দিয়ে জমি খালি করতে আইন অনুযায়ী কড়া পদক্ষেপের জন্য ভদোদরা পুরসভা (ভিএমসি)-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে ইউসুফকে জরিমানার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এর আগে ৯৭৮ বর্গমিটার একটি জমি ছেড়ে দেওয়ার জন্য ইউসুফকে নোটিশ দিয়েছিল ভিএমসি। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন ক্রিকেটার। কিন্তু আদালতে স্বস্তি পেলেন না তিনি। 

    হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, আস্তাবল তৈরির জন্য ২০১২ সালে ভিএমসির কাছে জমির আবেদন করেন ইউসুফ। ভদোদরা পুরসভা নিলাম ছাড়াই প্রতি বর্গমিটার ৫৭ হাজার ২৭০ টাকা দরে মোট ৯৭৮ বর্গমিটার জমি ইউসুফকে বিক্রির প্রস্তাব পাশ করে। সেই অনুযায়ী, ইউসুফ ওই জমিটি পান। কিন্তু ২০১৪ সালে গুজরাত সরকার জমি বরাদ্দের প্রস্তাব খারিজ করে দেয়। কিন্তু তারপরেও ওই জমিটি ইউসুফই ব্যবহার করছিলেন। ২০২৪ সালে ইউসুফ বহরমপুরের সাংসদ নির্বাচিত হন। তারপরই ভিএমসি তাঁকে ওই জমি খালি করার নোটিশ পাঠায়। ইউসুফ বর্তমান বাজার দরে ওই জমি কিনে নিতে চাইলেও পুরসভা রাজি হয়নি। এরপরই আদালতে যান তিনি। মামলার রায়ে হাইকোর্ট জানিয়েছে, ওই জমি দখলে রাখার অধিকার নেই ইউসুফের। পুরসভার দখলদারির অভিযোগ সঠিক। তাই এই জমি খালি করতে হবে। 
  • Link to this news (বর্তমান)