• আত্মসমর্পণ কিষেনজির স্ত্রী পদ্মাবতীর, মাথার দাম ছিল ১ কোটি
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • হায়দরাবাদ: তেলেঙ্গানায় আত্মসমর্পণ করলেন মাওবাদী কমান্ডার প্রয়াত কিষেনজির স্ত্রী প্রতুলা পদ্মাবতী। ৬২ বছরের এই মহিলা নিষিদ্ধ সংগঠনের একাধিক দায়িত্ব সামলেছেন। সিপিআই (মাওবাদী)—র সেন্ট্রাল কমিটির সদস্যও ছিলেন তিনি। শনিবার তেলেঙ্গানার ডিজি জিতেন্দ্রর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন পদ্মাবতী ওরফে কল্পনা। মাথার দাম ছিল ১ কোটি টাকা। ডিজি জানিয়েছেন, ভগ্নস্বাস্থ্যের কারণে চলতি বছরের মে মাসে মাও-সঙ্গ ত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন কল্পনা। বিষয়টি কেন্দ্রীয় কমিটির সদস্য ফুল্লুরি প্রসাদা রাও ওরফে চন্দ্রন্নার মাধ্যমে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন। জানা গিয়েছে, কৃষক পরিবারে জন্ম আত্মসমর্পণকারী মাওনেত্রীর। দুই খুড়তুতো ভাইকে দেখেই মাওবাদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি। প্রথমে গ্রামে ঘুরে জনমত তৈরির কাজ করতেন কল্পনা। সময়ের সঙ্গে সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন। ১৯৮৪ সালে কিষেনজির সঙ্গে তাঁর বিবাহ হয়। এদিন ডিজি জানিয়েছেন, ২০২৩ সালে পদ্মাবতী ওরফে কল্পনাকে সেন্ট্রাল কমিটির সদস্য করা হয়। কেন্দ্রীয় কমিটিতে তিনি একমাত্র মহিলা সদস্য ছিলেন। আত্মসমর্পণ করায় মাওনেত্রীর হাতে ২৫ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফ্ট তুলে দেওয়া হবে। সেই সঙ্গে তেলেঙ্গানা সরকারের তরফে পুনর্বাসন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কিষেনজির স্ত্রী। 
  • Link to this news (বর্তমান)