সরকার পহেলগাঁওয়ের ক্ষত ভুলে গেল, প্রশ্ন বিরোধীদের
বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উদ্ধব থ্যাকারের শিবসেনা, কংগ্রেস, শারদ পাওয়ারের এনসিপি থেকে অরবিন্দ কেজরিওয়ালের আপ, সমাজবাদী পার্টি— এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে নরেন্দ্র মোদি এবং তাঁর সরকারকে একযোগে নিশানা করেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, পহেলগাঁওয়ের ক্ষত তাহলে কি ভারত সরকার ভুলে গেল? এতকাল ধরে নরেন্দ্র মোদি বলে এসেছেন সন্ত্রাস আর খেলা একসঙ্গে চলতে পারে না। তাহলে এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারত খেলতে রাজি হল কেন? পহেলগাঁওয়ের হামলায় যে পরিবারগুলি স্বজন হারিয়েছে, তাঁদের কাছে কীভাবে মুখ দেখাবে মোদি সরকার? অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচের জন্য প্রধানমন্ত্রী এত উদগ্রীব কেন? এই খেলার প্রয়োজনীয়তা কী? গোটা দেশ বলছে এই ম্যাচ বয়কট করবে তারা। প্রধানমন্ত্রী তবু মানছেন না কেন? তাহলে কি এই ম্যাচের পিছনেও ট্রাম্পের চাপ আছে? কেজরিওয়ালের কটাক্ষ, প্রধানমন্ত্রী আর কত নত হবেন ট্রাম্পের সামনে? উদ্ধব থ্যাকারে বলেছেন, এই সরকার তো দেশপ্রেমকে বিজনেস করে ফেলেছে। যেহেতু এই ম্যাচ থেকে আয় হবে, মুনাফা হবে, তাই ভারতবাসীর প্রাণের আর মূল্য নেই। তাহলে কি এই কারণেই অপারেশন সিন্দুর স্থগিত করা হয়েছিল? পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য? এনসিপি বলেছে, এই দ্বিচারিতার জবাব চায় আম জনতা। এই আম জনতাকেই মোদি সরকার আর বিজেপি এতদিন ধরে বলে এসেছে যে, অপারেশন সিন্দুর বন্ধ হয়নি। তার মানে কি এই ম্যাচ খেলাও অপারেশন সিন্দুরের অংশ?
চাপের মুখে বিজেপি এমপি অনুরাগ ঠাকুরের সাফাই, আমরা কোনওরকম দ্বিপাক্ষিক টুর্নামেন্টের বিরোধী। এটা তো অন্য দেশে মাল্টিনেশন টুর্নামেন্ট হচ্ছে। যেখানে ভারত একজন অংশগ্রহণকারী। সুতরাং সেখানে সকলের সঙ্গেই খেলতে হবে।