• ভারত-পাক ম্যাচ বয়কটের দাবি নিহতের স্ত্রী-বাবার
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • লখনউ: রবিবার দুবাইয়ে এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের পর এই প্রথম কোনও ক্রিকেট ম্যাচে খেলবে দুই দেশ। এই পরিস্থিতিতে ম্যাচ বয়কটের ডাক দিলেন পহেলগাঁওয়ে নিহত পর্যটক শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশ্বনা দ্বিবেদী। বিসিসিআই কেন পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ২৬ জন মানুষের মৃত্যুকে ভারতীয় ক্রিকেট বোর্ড অস্বীকার করতে চাইছে বলেও অভিযোগ করেছেন ঐশ্বনা। শনিবার তিনি বলেন, ‘ক্রিকেটারদের দেশপ্রেমী বলা হয়, তাঁরা কী করছেন? এক-দু’জন ক্রিকেটার ছাড়া কেউ পাকিস্তান ম্যাচ বয়কটের কথা বলেননি। বিসিসিআই বন্দুকের সামনে দাঁড় করিয়ে ক্রিকেটারদের খেলতে বাধ্য করতে পারে না। পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ আখ্যা দিয়ে ঐশ্বনা বলেন, ‘আপনারা ওদের টাকার ব্যবস্থা করে দিচ্ছেন, ওই টাকা আমাদের উপর আক্রমণের জন্যই ব্যবহার করা হবে।’ রবিবার ভারতের সমর্থকদের টিভি না খোলার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।

    নিহত শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদীও কেন্দ্রীয় সরকারের কাছে এক আবেদনে জানিয়েছেন, পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বা ক্রীড়া—কোনও ক্ষেত্রেই ভারতের সম্পর্ক রাখা উচিত নয়। তাই রবিবারের ক্রিকেট ম্যাচ থেকে সরে দাঁড়াক ভারত। তিনি জানান, কেন্দ্রীয় সরকার বলেছিল, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। তারপরেও কীভাবে পাকিস্তানের সঙ্গে ভারত খেলছে? 
  • Link to this news (বর্তমান)