• জামিন আর্জির নিষ্পত্তি করতে হবে ২ মাসের মধ্যেই, নির্দেশ সুপ্রিম কোর্টের
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ‘তারিখ পে তারিখ’। আদালতে জমে থাকা মামলার পাহাড় নিয়ে এই কটাক্ষ দীর্ঘদিনের। সেই আবহেই এবার তাৎপর্যপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। শুক্রবার শীর্ষ আদালত দেশের সমস্ত জেলা আদালত ও হাইকোর্টকে বলেছে, জামিন ও আগাম জামিনের আবেদন জমা পড়ার দু’মাসের মধ্যে সেবিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। এধরনের আবেদনগুলি নিয়ে অযথা গড়িমসি করা যাবে না। কারণ জামিন ও আগাম জামিনের আবেদন নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই কাজের বোঝার দোহাই দিয়ে এই সব আর্জির নিষ্পত্তি অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখা যাবে না। অর্থাৎ, জামিন বা আগাম জামিনের আবেদন মঞ্জুর বা বাতিল নিয়ে দু’মাসের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে। 

    বিচারপতি জে বি পারদিওয়ালা এবং আর মাধবনের বেঞ্চ সাফ বলেছে, এরকম মামলাগুলি দীর্ঘদিন ধরে ঝুলে থাকাটা শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির পরিপন্থীই নয়, এর ফলে ১৪ ও ২১ অনুচ্ছেদে বর্ণিত সাম্য ও ব্যক্তিগত স্বাধীনতার সাংবিধানিক গ্যারান্টিও লঙ্ঘিত হয়। ফলে ব্যক্তি স্বাধীনতা রক্ষার প্রশ্নে আদালতগুলিকে জামিনের আবেদন নিয়ে সংবেদনশীল হতে হবে। আবেদনের পাহাড় জমে থাকাটা এখনও বড় চ্যালেঞ্জ। ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে জড়িত মামলাগুলিকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিটি মামলার গুরুত্ব বিচার করে জামিন ও আগাম জামিনের আবেদন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ মূলত সোজাসাপ্টা কাজ। তাই সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করে আবেদনকারীর মাথায় বিপর্যয়ের খাঁড়া ঝুলিয়ে রাখাটা যুক্তিসঙ্গত নয়। উল্লেখ্য, মহারাষ্ট্রের শুল্কদপ্তরের দুই অফিসারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ। মহারাষ্ট্রের ওই দুই অফিসার ২০১৯ সালে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন। যদিও সেবিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নিয়ে ছ’বছর তাঁদের আবেদন ঝুলিয়ে রাখে বম্বে হাইকোর্টে।
  • Link to this news (বর্তমান)