সিমলা: ফের বিপর্যয় হিমাচল প্রদেশে। শনিবার বিলাসপুর জেলার গুত্রাহান গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির। এর জেরে ধসের ফলে মাটি, পাথরের নীচে চাপা পড়ল বেশ কয়েকটি গাড়ি। স্থানীয় বাসিন্দা কাশ্মীর সিং জানিয়েছেন, জলস্লোতে বয়ে আসা কাদা ও পাথর কৃষিজমিরও ক্ষতি করেছে। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে শনিবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় হিমাচলের রাজধানী সিমলা। দৃশ্যমানতা নেমে আসে কয়েক মিটারে। যার জেরে সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনি ও রবিবারও হিমাচলের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। সম্প্রতি ব্যাপক বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে পাহাড়ি রাজ্য হিমাচল। জাতীয় সড়ক সহ কয়েকশো রাস্তায় বন্ধ রয়েছে যান চলাচল।৯৫৩টি পাওয়ার ট্রান্সফর্মার ও ৩৩৬টি জল সরবরাহ কেন্দ্রের পরিষেবা এখনও স্বাভাবিক করা যায়নি বলে জানিয়েছে রাজ্য আপৎকালীন অপারেশন সেন্টার। চলতি বর্ষণ বিপর্যয়ের ৩৮৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ হাজার ৪৬৫ কোটি টাকা।