নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বন্দে ভারত নয়। এই মুহূর্তে দেশের সবথেকে দ্রুতগামী ট্রেন ‘নমো ভারত’। দিল্লি-মিরাট করিডরে এই নমো ভারত ট্রেন ছুটেছে ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে। অর্থাৎ, বন্দে ভারত এক্সপ্রেসের থেকে বেশি গতিতে। বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের সর্বাধিক গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত ঠিকই। কিন্তু তা কখনওই সর্বোচ্চ গতিতে চলে না। সরকারি সূত্রের দাবি, দিল্লি-মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেমের আওতায় ৫৫ কিলোমিটার করিডরে নমো ভারত ট্রেন ঘণ্টায় তার সর্বোচ্চ গতিতেই চলাচল করছে।
পূর্ব দিল্লির নিউ অশোক নগর থেকে উত্তরপ্রদেশের মিরাট সাউথ পর্যন্ত করিডরে এই ট্রেন চলছে। প্রতিটি ট্রেনে ছ’টি করে কোচ রয়েছে। যদিও পুরো করিডর এখনও পর্যন্ত চালু করা হয়নি। দিল্লির সরাই কালে খান থেকে উত্তরপ্রদেশের মোদিপুরম পর্যন্ত সেই অংশের কাজ চলছে। ১৭ সেপ্টেম্বর নিজের জন্মদিনেই ওই অংশের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।