নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উত্তরসূরি হতে চলেছেন সুধাংশু ত্রিবেদী? আপাতত এই প্রশ্নকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে। আচমকাই চর্চায় এসেছে বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদীর নাম। যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে মন্তব্য করা হয়নি। তবে দলের একটি অংশের ব্যাখ্যা, সুবক্তা হিসেবে সুধাংশু ত্রিবেদীর যথেষ্ট সুনাম রয়েছে। রাজ্যসভাতেও নিয়মিত আলোচনায় অংশ নেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সুনজরে রয়েছেন।