• নিয়মিত ব্যবধানে এসআইআরের দাবি, মামলা খারিজের আর্জি কমিশনের
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: দেশজুড়ে নিয়মিত ব্যবধানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) করা হবে কি না, তা নিয়ে নির্বাচন কমিশনকে আদালত কোনও নির্দেশ দিতে পারে না। তাহলে তা কমিশনের সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হবে। রিভিশন কবে হবে ও তার নীতি কী হবে, নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার সম্পূর্ণভাবে কমিশনের রয়েছে। এসআইআর নিয়ে একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এমনটাই জানাল নির্বাচন কমিশন। যে কোনও নির্বাচনের আগে সারা দেশে ভোটার তালিকা সংশোধনের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিক, এই আবেদন করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অশ্বিনীকুমার উপাধ্যায় নামে এক আইনজীবী। তিনি জানিয়েছিলেন, দেশের রাজনীতি যাতে ভারতীয়রাই নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্যই প্রতিটি নির্বাচনের আগে এসআইআর জরুরি। সেই মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে কমিশন। সেখানে রীতিমতো সংবিধানের ধারা উল্লেখ করে তারা জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র কমিশনই নিতে পারে। তাই এই মামলা খারিজ করা হোক। 
  • Link to this news (বর্তমান)