চেন্নাই: নয়া দল গঠনের পর এই প্রথম তিরুচিরাপল্লিতে প্রচারে নামলেন তামিলাগা ভেত্রি কাঝাঘাম (টিভিকে)-এর প্রধান তথা অভিনেতা-রাজনীতিবিদ বিজয়। আর প্রচারে নেমেই ডিএমকে এবং বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন। দক্ষিণী এই তারকা অভিনেতার দাবি, এই দুই দলই মানুষকে ঠকানোর রাস্তা নিয়েছে। ডিএমকে এবং বিজেপির উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘কোনও দলকেই ছাড় দেওয়া হবে না। না মানুষের উপর অত্যাচারী বিজেপিকে, না মানুষের সঙ্গে প্রতারণা করা ডিএমকেকে। অন্যদিকে, বিজেপির এক দেশ এক ভোট নীতিরও সমালোচনা করেন বিজয়। তিনি বলেন, গেরুয়া শিবিরের এই নীতি আদতে নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়।