• ১৫ হাজার ঘুষ নিতে গিয়ে ধৃত ওড়িশার সিভিল সার্ভিস টপার
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ভুবনেশ্বর: ঘুষ নেওয়ার সময় শুক্রবার হাতেনাতে ধরা পড়লেন ওড়িশার সিভিল সার্ভিস টপার। ধৃতের নাম অশ্বিনী কুমার পান্ডা। ওড়িশার সম্বলপুর জেলার বামরায় তহসিলদারের পদে কর্মরত ছিলেন তিনি। এক ব্যক্তি কৃষিজমিকে বাস্তুজমিতে বদলানোর জন্য তাঁর দ্বারস্থ হয়েছিলেন। সূত্রের খবর, এই কাজ করে দেওয়ার জন্য গাড়িচালকের মাধ্যমে ১৫ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন অশ্বিনী। আর সেইসময় তাঁকে পাকড়াও করেন ওড়িশা ভিজিলেন্সের আধিকারিকরা। এদিন তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে নগদ ৪ লক্ষ ৭৩ হাজার টাকা ও সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। 

    জানা গিয়েছে, কৃষিজমিকে বাস্তুজমিতে বদলানোর জন্য তহসিলদার অশ্বিনী কুমার ওই ব্যক্তির কাছ থেকে শুরুতে ২০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। পরের দিকে ওই ব্যক্তি তহসিলদারের কাছে আবেদন করেন, তাঁর এত টাকা দেওয়ার ক্ষমতা নেই। শেষমেশ ১৫ হাজারে রাজি হয়ে যান অশ্বিনী। তহসিলদারের এই ব্যবহারের জেরেই গোপনে রাজ্য ভিজিলেন্স দপ্তরে অভিযোগ জানান ব্যক্তি। তারপর তাঁকে ধরতে ফাঁদ পেতেছিল ভিজিলেন্স। এদিন টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলা হয় অশ্বিনীকে। পরে ধৃতের অফিস, কোয়ার্টার ও ভুবনেশ্বরের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেই অভিযানে নগদ ৪ লক্ষ ৭৩ হাজার টাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি সোনার গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে।

    অশ্বিনী কুমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি টেক করেছিলেন। পরে ২০১৯ সালে ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষা দেন। সেই পরীক্ষায় প্রথম হন। 
  • Link to this news (বর্তমান)