মুম্বই: আব্দুল ওয়াহিদ শেখ। ২০০৬ সালে মুম্বই ট্রেন বিস্ফোরণ কাণ্ডে নিম্ন আদালতে বেকসুর প্রমাণিত হওয়া একমাত্র অভিযুক্ত। তিনিই এবার পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে ৯ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেন। শুক্রবার জাতীয় ও মহারাষ্ট্র মানবাধিকার কমিশনে এই মর্মে আবেদন জানিয়েছেন আব্দুল। সঙ্গে পুনর্বাসনের ব্যবস্থা করার আর্জিও।
২০০৬ সালে বিস্ফোরণ কাণ্ডে আব্দুলকে গ্রেপ্তার করেছিল মহারাষ্ট্রের অ্যান্টি-টেররিজম স্কোয়াড। প্রায় ৯ বছর জেল খাটার পর ২০১৫ সালে সমস্ত অভিযোগ থেকে তাঁকে মুক্তি দেয় বিশেষ আদালত। মানবাধিকার কমিশনে আব্দুল জানিয়েছেন, স্কুলে চাকরি করতেন। এবং পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। দীর্ঘদিন জেলে থাকায় তাঁর শিক্ষা, পেশা ও ব্যক্তিগত জীবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ হেপাজতে অকথ্য অত্যাচারের শিকার হওয়ায় একাধিক গুরুতর শারীরিক সমস্যাও দেখা দিয়েছে। পাশাপাশি, তাঁকে জঙ্গি বলেও দেগে দেওয়া হয়েছিল। কারাবাসের সময় তাঁর পরিবার-পরিজনদের সামাজিক, আর্থিকভাবে হেনস্তার শিকার হতে হয়েছিল। বর্তমানে সমস্ত অভিযোগ থেকে মুক্ত হলেও চাকরি পেতে প্রতি মুহুর্তে সমস্যায় পড়তে হচ্ছে। চিকিৎসা ও জীবনধারণের জন্য তাঁর প্রায় ৩০ লক্ষ টাকা ঋণ হয়ে গিয়েছে।
কিন্তু, এক দশক পর কেন ক্ষতিপূরণের আর্জি জানাচ্ছেন? মানবাধিকার কমিশনকে পাঠানো আবেদন পত্রে তার ব্যাখ্যাও দিয়েছেন আব্দুল। তিনি জানিয়েছেন, নৈতিক কারণেই এতদিন চুপ ছিলেন। তাঁর সঙ্গে আরও অনেককেই ট্রেন বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত করা হয়েছিল। তাঁদের মুক্তির অপেক্ষা করছিলেন। জুলাই মাসে বাকিরা ছাড়া পাওয়ার পরই ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন তিনি।