• অনুমতির বিলম্বিত নির্দেশিকা, বিপাকে দিল্লির পুজো কর্তারা
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী। পুজো শুরুর মাত্র ১৬ দিন আগে এসেছে দিল্লি সরকারের এই সংক্রান্ত নির্দেশিকা। কিন্তু এত কম সময়ের মধ্যে পুজোর প্রস্তুতি কীভাবে নেওয়া সম্ভব? স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে দেশের রাজধানী শহরের পুজো আয়োজকদের। সার্বিক পরিস্থিতি বিচার করতে শনিবার নিজেদের মধ্যে বৈঠকে বসেন দিল্লির পুজো উদ্যোক্তারা। শুক্রবার দিল্লি সরকারের প্রয়োজনীয় নির্দেশিকা হাতে পেয়েছে পুজো কমিটিগুলো। যদিও আয়োজকদের একটি বড় অংশের অভিযোগ, দীর্ঘ টালবাহানার পরেই নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার। একাধিকবার উদ্যোক্তাদের একটি অংশকে দিল্লি সরকারের কাছে এই মর্মে আর্জিও জানাতে হয়েছে। আর দেরি করলে পুজোর প্রস্তুতি সময়ে শেষ করা যাবে না, অবশেষে তা বুঝতে পেরে নির্দেশিকা দিয়েছে সরকার। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পুজোর অনুমোদন কিংবা এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দিল্লি সচিবালয়। এবার দিল্লিতে এহেন অনুমোদন প্রক্রিয়ার পুরোটাই হবে ‘সিঙ্গল উইন্ডো সিস্টেমে’। অর্থাৎ, এক ক্লিকেই এবার পুজোর যাবতীয় অনুমতি পাবেন উদ্যোক্তারা।
  • Link to this news (বর্তমান)