• ৭০টি পঞ্চায়েত প্লাস্টিকমুক্ত করার টার্গেট প্রশাসনের, প্রকল্পের কাজ খতিয়ে দেখতে ছ’কিমি হেঁটে বক্সার পাহাড়ি গ্রামে মন্ত্রী বেচারাম
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: মিশন নির্মল বাংলা প্রকল্পে রাজ্যের পর্যটন নির্ভর ৭০টি গ্রাম পঞ্চায়েতকে প্লাস্টিকমুক্ত করার টার্গেট নেওয়া হয়েছে। তাতে আলিপুরদুয়ারের রাজাভাতাখাওয়া পঞ্চায়েতটিও আছে। গত একমাস ধরে রাজাভাতখাওয়া পঞ্চায়েতজুড়ে বর্জ্য সাফাইয়ের কাজ চলছে। সেই বর্জ্য পরিষ্কারের কাজ কতটা এগল তা সরেজমিন দেখতে শনিবার বক্সায় আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। 

    সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯০০ ফুট উচ্চতায় রাজাভাতখাওয়া পঞ্চায়েতের বক্সা পাহাড়ে আসেন মন্ত্রী। সান্তলাবাড়ি ভিউ পয়েন্ট থেকে ছ’কিমি রাস্তা হেঁটেই লেপচাখা পর্যন্ত পৌঁছন। রাতে এখানেই থাকেন। বক্সা পাহাড় কতটা প্ল্যাস্টিকমুক্ত হয়েছে তা ঘুরে ঘুরে দেখেন। মন্ত্রী বলেন, মিশন নির্মল বাংলা প্রকল্পে রাজ্যের পর্যটন নির্ভর ৭০টি গ্রাম পঞ্চায়েত এলাকাকে প্লাস্টিকমুক্ত করার টার্গেট নেওয়া হয়েছে। যারমধ্যে আলিপুরদুয়ারের রাজাভাতাখাওয়া পঞ্চায়েতটিও আছে। গত একমাস ধরে জেলা প্রশাসন বক্সা পাহাড়কে যেভাবে প্লাস্টিকমুক্ত করেছে তা প্রশংসনীয়। 

    আগামী ১৬ তারিখ জঙ্গল খুলছে। পর্যটকদের আনাগোনা শুরু হবে। গত একমাসে বক্সা পাহাড়ের বিভিন্ন বাঁকে বাঁশের তৈরি ১৮০টি ডাস্টবিন বসানো হয়েছে। একমাসে দুই টন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। সান্তলাবাড়ি, আদমা, চুনাভাটি, লালবাংলো, লেপচাখা, সদরবাজার, বক্সা ফোর্ট সহ বক্সা পাহাড়ের ১৩টি গ্রামে প্লাস্টিক ব্যবহার করলে ৫০০ টাকা জরিমানা চালু করা হয়েছে। 

    এদিন মন্ত্রী সান্তলাবাড়ি ও লেপচাখায় বিভিন্ন দোকানে শালপাতা, সুপারি খোলের থালা, বাটি ও কাপড়ের ব্যাগ বিলি করেন। বক্সা পাহাড়ে দীর্ঘদিন ধরে পালকি অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে আছে। যারজন্য মুমূর্ষু রোগী বিশেষ করে গর্ভবতীদের হাসপাতালে পাঠাতে সমতলে নামিয়ে আনতে সমস্যা হচ্ছে। এদিন বক্সা পাহাড়বাসী সেই সমস্যার কথা মন্ত্রীকে জানান। মন্ত্রী বিষয়টি নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। 

    সমতল থেকে বক্সা পাহাড়ে লেপচাখা গ্রামটি ৩০০০ ফুট উচ্চতায়। এর আগে রাজ্যের কোনও মন্ত্রী লেপচাখায় আসেননি। মন্ত্রী বেচারামবাবুই প্রথম এলেন। স্বাভাবিকভাকেই মন্ত্রীকে কাছে পেয়ে খুশি স্থানীয়রা। এদিন মন্ত্রী লেপচাখায় এলাচ, আদা ও স্কোয়াশ চাষের এলাকাও ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। 

    এদিন মন্ত্রীর সঙ্গে বক্সা পাহাড়ে উপস্থিত ছিলেন রাজ্যের মিশন নির্মল বাংলা প্রকল্পের ডিরেক্টর সন্তোষা গুপ্তি, অতিরিক্ত জেলাশাসক নৃপেন্দ্র সিং, জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। 
  • Link to this news (বর্তমান)