• প্রেমের টানে পড়শি রাষ্ট্রে, বাংলাদেশ থেকে উদ্ধার মালবাজারের তরুণী
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: বিএসএফ ও বিজিবি’র ফ্ল্যাগ মিটিংয়ের পর শনিবার এক তরুণীকে বাংলাদেশ থেকে ভারতে ফেরানো হল। এদিনই ময়নাগুড়ি থানা থেকে ওই তরুণীকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, যুবতীর বাড়ি মালবাজার থানার অন্তর্গত চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতে। তরুণীর বাংলাদেশ চলে যাওয়ার পিছনে কার হাত রয়েছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম। আর প্রেমের টানেই বাংলাদেশে চলে গিয়েছিলেন তরুণী।  

    ওই তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি কলেজের ছাত্রী সে। গত ৬ সেপ্টেম্বর কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর নির্দিষ্ট সময়ে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন আত্মীয় পরিজন সহ তরুণীর বন্ধুদের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাননি। পরবর্তীতে তাঁরা ময়নাগুড়ি থানায় মিসিং ডায়েরি করেন। নিখোঁজ সংক্রান্ত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ময়নাগুড়ি থানার পুলিশ। ক’দিন আগেই পুলিশের কাছে খবর আসে তরুণী বাংলাদেশে রয়েছে। এরপর বিএসএফের মাধ্যমে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ময়নাগুড়ি থানা। 

    যুবতীর এক আত্মীয় জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বাংলাদেশের এক যুবকের সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানেই তরুণী কোনও ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে যায়। আইসি সুবল ঘোষ বলেন, এদিন চ্যাংরাবান্ধা সীমান্তে বিএসএফ, বিজিবি, পাটগ্রাম পুলিশের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হয়। সেই মিটিং শেষে যুবতীকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তরুণীকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই ছাত্রী কীভাবে বাংলাদেশে পৌঁছল তা জানার চেষ্টা চলছে।  ফ্ল্যাগ মিটিং।
  • Link to this news (বর্তমান)