সংবাদদাতা, শিলিগুড়ি: পুজোর দু’সপ্তাহ বাকি নেই। কিন্তু শিলিগুড়ি শহরের বহু রাস্তা বেহাল হয়ে রয়েছে। বৃষ্টি হওয়ায় পুজোয় শহরবাসীর চিন্তার কারণ হয়ে উঠেছে ভাঙাচোরা রাস্তা। বৃষ্টি হলেই ভাঙা রাস্তায় জল জমে থাকছে। শহরের গুরুত্বপূর্ণ বেশকিছু রাস্তায় খানাখন্দ থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে যানজটেরও কারণ হয়ে দাঁড়িয়েছে।
দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুল থেকে টিকিয়াপাড়ার দিকে নামার মুখ থেকে ট্রাফিক পোস্ট পর্যন্ত রাস্তাটি ভেঙেচুরে গর্তে ভরে গিয়েছে। শহরের ইসকন মন্দির রোড, দেশবন্ধুপাড়া, রবীন্দ্রনগর, খাইখাই বাজার সর্বত্র রাস্তা বেহাল। শনিবার পুরসভার ‘টক টু মেয়র ফোন-ইন লাইভ’ অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা মেয়রের কাছে বেহাল রাস্তা নিয়ে অভিযোগ জানান। সকলেরই আবেদন পুজোর আগে রাস্তা সংস্কারের। পরিস্থিতি আরও জটিল হয়েছে আন্ডারগ্রাউন্ড কেবল পাতার কাজে। মাটির তলা দিয়ে বিদ্যুতের কেবল নিয়ে যাওয়ার জন্য বহু রাস্তা খোঁড়া হয়েছে। মাটিচাপা দিলেও গর্ত হয়ে থাকছে। এই পরিস্থিতিতে পুজোর মুখে বেহাল রাস্তা দিয়ে চলতে গিয়ে যে সমস্যায় পড়তে হবে, তা সকলেই ধরে নিচ্ছেন।
পুজোর আগে সব রাস্তা সংস্কার করা সম্ভব নয়। গৌতম দেব নাগরিকদের বেহাল রাস্তা নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, প্রত্যেক বছর এই সময় বৃষ্টি থাকে না। কিন্তু এবার বৃষ্টি হচ্ছে। ফলে রাস্তার কাজে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তবু বৃষ্টির মধ্যে আমরা সাধ্যমতো রাস্তা সংস্কারের কাজ করছি। তবে পুজোর আগে শহরের সব রাস্তা সংস্কার করা সম্ভব নয়।
বেহাল রাস্তার পাশাপাশি এদিন ৩৫ নম্বর ওয়ার্ডে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের পাশে সন্ধ্যা হতেই নেশাখোড়দের আড্ডা বসার অভিযোগ এসেছে মেয়রের কাছে। ওই এলাকার এক বাসিন্দা মেয়রকে জানান, সন্ধ্যা হতেই স্বাস্থ্যকেন্দ্র চত্বর মাদকাসক্তদের কব্জায় চলে যায়। স্বাস্থ্যকেন্দ্রের সীমানা প্রাচীর নেই। আলোও নেই। তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। মেয়র তাঁকে আশ্বস্ত করে বলেন, শীঘ্রই সেখানে লাইটের ব্যবস্থা করা হবে। পুলিশকে টহল দিতে জানানো হবে। তিনবাত্তি মোড়ের বেহাল রাস্তা। - নিজস্ব চিত্র।