শিলিগুড়িতে বাড়ির কুয়ো থেকে উদ্ধার পুরকর্মীর দেহ, চাঞ্চল্য
বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: বাড়ির কুয়ো থেকে উদ্ধার হল শিলিগুড়ি পুরসভার এক কর্মীর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই প্রৌঢ় আত্মহত্যা করেছে। শনিবার ঘটনাটি ঘটিছে শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের নেতাজিপল্লিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুদীপ্ত রায় (৫০)। তিনি শিলিগুড়ি পুরসভার কর্মী ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া করে ঘুমোতে যান সুদীপ্তবাবু। ভোরে ঘুম ভাঙতেই স্ত্রী দেখেন পাশে স্বামী নেই। চারিদিকে খোঁজাখুঁজি করে সন্ধান মেলেনি। ওয়ার্ড অফিসে গিয়েও খোঁজ নিয়ে বাড়ির লোকেরা জানতে পারেন, তিনি সেখানে যাননি। এরপর বাড়ির কুয়োর পাশে একটি চেয়ার দেখে পরিবারের লোকেদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কুয়োতে তল্লাশি চালিয়ে সুদীপ্ত রায়ের দেহ উদ্ধার করে।
ঘটনার পর শোকের ছায়া নেমে আসে এলাকায়। দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের ভাই শুভেন্দু রায় বলেন, পরিবারে কোনও অশান্তি ছিল না। দাদা এমন ঘটনা কেন ঘটালেন, তা আমরা বুঝে উঠতে পারছি না।